নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছ থেকে ধান কিনছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে উপজেলার দত্তগ্রামে গিয়ে তিনি তিনজন কৃষকের কাছ থেকে ১ হাজার ৪০ টাকা মণ দরে ছয় মেট্রিক টন ধান ক্রয় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, যুব লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান খাঁন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গৌরা পদ, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়ছল তালুকদার, রত্মদীপ দাশ রাজু, দলিল লিখক মো. ফারুক হোসাইন প্রমুখ।
এ সময় ধান বিক্রেতা কৃষক আরিফ উল্লাহ, আব্দুল হাদী ও আব্দুল হাকিম বলেন, বাজারে প্রতি মণ ধান ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রির কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমপিসহ সরকারের কর্মকর্তারা তাদের বাড়িতে এসে ২৬ টাকা কেজি দরে ধান ক্রয় করেছেন। এতে তারা খুবই খুশি। এই দামে ধান কিনলে কৃষকেরা লাভবান হবেন। কৃষকদেরও দুর্ভোগ কমবে বলে মনে করেন তারা।
এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। এই সরকার কৃষিখাতকে সবচেয়ে গুরুত্ব দিয়ে এতে ভর্তুকি দিচ্ছেন। তাই কৃষি এবং কৃষক বান্ধব এই সরকার চলতি বোরো মৌসুমে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষকের পাশেই দাঁড়িয়েছেন। অপরদিকে ১ হাজার ৪০ টাকা মণ দরে ধান সরকারী ভাবে ক্রয় করায় আনন্দিত কৃষকরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj