নবীগঞ্জ প্রতিনিধি : 'খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদৎ হোসেন, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, ডা. সাইফুর রহমান সাগর, ডা. ইমরান আহমেদ, ডা. নাজিয়া তাসনিম, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই অজিত কুমার দাশ প্রমুখ।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথিরা বলেন, আমরা দারিদ্রতা কমিয়ে আনতে চাই, দারিদ্রতা কমলে পুষ্টিহীনতা কমবে। নিয়মিত শাকসবজি, ফলমূলসহ সুষম খাবার খেলে পুষ্টি বাড়বে। তেল, চিনি ও লবণ কম খাওয়ার জন্য আহবান জানান বক্তারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj