খালি একটি প্লটে বাড়ি নির্মাণের প্রাথমিক কাজ করছিলেন শ্রমিকরা। সেখানে স্তূপ করা মাটি সরাতেই বেরিয়ে আসে পচা লাশের পায়ের অংশ। আঁতকে ওঠেন শ্রমিকরা। ভয়ে সরে যান সবাই। খবর দেয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে মাটি সরালে বেরিয়ে আসে একজন মানুষের পুরো দেহাবশেষ, কঙ্কাল।
শুক্রবার দুপুরের রাজধানীর উত্তরা-পশ্চিম থানা এলাকার ৫ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে এ ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘৪ নম্বর সড়কের ৫৮ নম্বর খালি প্লটে মাটির স্তূপের নিচে কঙ্কালটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে ১০ থেকে ১৫ দিন আগে হত্যা করা হয়েছে। পরে লাশটি গুম করতে মাটি চাপা দেয়া হয়ে থাকতে পারে। পরিচয় নিশ্চিত হওয়া গেলে তার হত্যার বিষয়ে হয়তো জানা যাবে। আমরা তদন্ত শুরু করেছি।’
উত্তরা-পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) জাফর ইকবাল জানান, যার দেহাবশেষ পাওয়া গেছে তিনি পুরুষ। অজ্ঞাত পরিচয়ে ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তার শরীরের পুরো মাংস পচে কঙ্কাল হয়ে গেছে।
তবে জামা-কাপড়ের কিছু অংশ অক্ষত আছে। তার পরনে নীল রঙের জিন্সের প্যান্ট, টি-শার্ট এবং কালো জ্যাকেট ছিল। লাশটি হাঁটু থেকে পা পর্যন্ত ভাঁজ করে বাঁধা ছিল।
জাফর ইকবাল আরও জানান, রাত সাড়ে ১২টা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। কঙ্কালের ডিএনএসহ অন্যান্য ফরেনসিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। কঙ্কালটি মর্গে রাখা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj