বাহুবল প্রতিনিধি : বাহুবল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রিপনের জানাযায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়ে শেষ বিদায় জানিয়েছেন। শুক্রবার সকাল ১১টায় বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসা মাঠে রাজনীতিবীদ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী, উলামায়ে কেরাম, ছাত্র-শিক্ষক ও সাধারণ মানুষরা তার জানাযায় অংশগ্রহণ করেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন, বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাদির চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, ডা. ইসতিয়াক আহমেদ রাজ, সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, বাহুবল মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা নূরুল ইসলাম মনি, মাওলানা নূরুল আমীন, এম সাজিদুর রহমান, সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ, এম এ মজিদ তালুকদার, অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম, নির্বাহী সদস্য সামিউল ইসলাম, অনলাইন পোর্টাল তরফ নিউজ-এর সম্পাদক হুমায়ুন কবীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, ফারিয়ার সভাপতি নেছার আহমেদ টেনু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ফরিদ মিয়া তালুকদার, উপজেলা কৃষকলীগের সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সুহেল আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অলিউর রহমান অলি, সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির শাহিন, উপজেলা তরুণলীগের যুগ্ম আহŸায়ক মোঃ আয়াত আলী প্রমুখ।
ব্রেইন টিউমারে আক্রান্ত রিপন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স এন্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তার মৃত্যুর বিষয়টি পরিবারের লোকজন নিশ্চিত করেছেন। আজ (শুক্রবার) সকাল ১১টায় বাহুবল কাসিমুল উলুম মাদরাসায় তার জানাযা অনুষ্ঠিত হবে।
উলেখ্য, বাহুবল উপজেলা সদরের উজিরপুর গ্রামের মোঃ ফুল মিয়া-এর পুত্র উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রিপন ৪ ভাইয়ের মধ্যে সবার বড়। কিছুদিন পূর্বে সে মাথায় প্রচন্ড ব্যথা অনুভুত করলে তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেন। পরে তার দৃষ্টিশক্তি কমতে শুরু করলে চোখের চিকিৎসকের পরামর্শ নেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নিউরো সার্জারী চিকিৎসকের কাছে প্রেরণ করা হয়। ঢাকার ধানমন্ডীস্থ মেডিনোভা হাসপাতালের নিউরো সার্জন ডা. আনোয়ার উলার তত্ত¡বধানে চিকিৎসা নিতে গিয়ে তার ব্রেইন টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে গত ২ এপ্রিল ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স এন্ড হসপিটালে ভর্তি হয় সে। পরে গত ৮ এপ্রিল রিপনের সফল অস্ত্রোপাচার সম্পন্ন হয়। অস্ত্রোপাচার শেষে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। তবে বৃস্পতিবার বিকালে হঠ্যাৎ সে সকল মানুষের ভালোবাসা ডিঙ্গে মৃত্যুর কুলে ঢলে পরে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj