নিজস্ব প্রতিবেদক: না ফেরার দেশে চলে গেলেন দুরারোগ্য ব্যাধি ব্রেইন টিউমারে আক্রান্ত বাহুবলের প্রিয়মুখ ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম রিপন। হাজারো শোভাকাঙ্খীদের হৃদয় নিংড়ানো ভালবাসা এবং সহকর্মী ও আত্মীয়-স্বজনদের প্রাণপন চেষ্টায়ও বাচাঁনো গেল না মেধাবী এ ছাত্রনেতাকে। অবশেষে অসময়েই ঝড়ে গেল টগবগে-তরতাজা একটি প্রাণ, অকালেই হার মানতে হল নিয়তির চিরাচরিত নিয়মের কাছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স এন্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে রিপন (ইন্নালিল্লাহি......রাজিউন)। তার এ অকাল মৃত্যুতে আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্খীসহ বাহুবল উপজেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া, পরিবারে চলছে শোকের মাতম। আজ শুক্রবার সকাল ১১টায় বাহুবল কাসিমুল উলুম মাদরাসায় তার নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বাহুবল উপজেলা সদরের উজিরপুর গ্রামের দরিদ্র ফুল মিয়ার পুত্র উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রিপন ৪ ভাইয়ের মধ্যে সবার বড়। কিছুদিন পূর্বে সে মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
পরে ঢাকার ধানমন্ডিস্থ মেডিনোভা হাসপাতালের নিউরো সার্জন ডাঃ আনোয়ার উল্লার তত্ত্বাবধানে চিকিৎসা নিলে তার ব্রেইন টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে গত ২ এপ্রিল ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স এন্ড হসপিটালে ভর্তি হয়। কিন্তু তার দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছিল না। একপর্যায়ে চিকিৎসা সহায়তায় এগিয়ে আসে রিপনের বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠন। সকলের সম্মিলিত সহযোগীতায় গত ৮ এপ্রিল রিপনের সফল অস্ত্রোপাচার সম্পন্ন করেন চিকিৎসকরা। তবে বৃস্পতিবার বিকেলে হঠাৎ সে মৃত্যুকূলে ঢলে পড়ে। রিপন বাহুবল উপজেলার মিরপুরস্থ আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিল।
এদিকে, মেধাবী শিক্ষার্থী রিপনের অকাল মৃত্যুতে জেলা ও উপজেলা ছাত্রলীগ, সামাজিক সংগঠন গ্রামীণ ঐক্য ফোরাম ও মিরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সংবাদপত্রে প্রদত্ত পৃথক শোক বার্তায় স্ব-স্ব সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj