বানিয়াচং প্রতিনিধি । হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ধানে চিটা ও ঝড়-শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন হাওরের কৃষক। উঠতি বোরো ধানের এ বিপর্যয়ে তারা এখন দিশাহারা। মাত্র কয়েক দিন আগে যে কৃষক তার ধানিজমির আইলে বসে নির্ভাবনার স্বপ্ন বুনতেন, তারা আজ গামছার খুঁটে চোখের পানি মুছছেন। হাওর অধ্যুষিত এলাকার কৃষকরা সব সময়েই আগাম বন্যার ঝুঁকিতে থাকেন। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে প্রায় প্রতি বছর আগাম বন্যায় তলিয়ে যায় কৃষকের সোনালি ফসল। গত বছরও ধান কাটার শেষের দিকে আগাম বন্যা এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে অবস্থা থেকে উত্তরণের জন্য এ মওসুমে অনেক কৃষক স্বল্পজীবী আগাম জাতের ৭৪ ধাান আবাদ করেন। কিন্তু ধানে ব্যাপক হারে চিটা দেখা দেয়ায় কৃষকের মাথায় হাত পড়েছে। বেশ কয়েকটি হাওর সরজমিন পরিদর্শন করে ৭৪ ধানের বহু জমিতে ধানের পরিবর্তে চিটা দেখা গেছে।
বিশেষ করে উপজেলা কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা,চমকপুর,লোহাজুরী
,ধনপুর,বাতাকান্দী,বগী ,হারুনীসহ অনেক হাওরে চিটা দেখা দিয়েছে। প্রায় সব এলাকার কৃষক ধানে চিটা দেখা দেয়ায় শঙ্কিত হয়ে পড়েছেন। এদিকে ধানে চিটা ছাড়াও গত কয়েক দিনের ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে কৃষকের উঠতি ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কোন কোন জমিতে মাটির সঙ্গে মিশে গিয়ে বিনষ্ট হয়ে গেছে। আবার কোন কোন জমিতে ধান গাছ দেখা গেলেও পুষ্ট হয়ে আসা ধান থেঁতলে ও ঝরে পড়েছে। এ অবস্থায় প্রান্তিক কৃষকরা বিভিন্ন দায়-দেনা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামের মকার হাওরের কৃষক খাজা হোসেন প্রায় ৭ একর জমিতে ৭৪ ধানের আবাদ করেছিলেন। তার সম্পূর্ণ জমিতে চিটা হয়েছে।
চমকপুর গ্রামের কৃষক আজিজ মিয়া জানান, আমি ৭ কেয়ার ৭৪ ধান আবাদ করেছিলাম ধান বের হয়ে খারাইয়া রইছে ধানে কোনো চাউল নেই।
ইউনিয়নেন ৭৪ধানের আবাদ করা কৃকরা জানান, আমাদের স্থানীয় আনন্দ বাজারের বীজ ব্যবসায়ী শাহজাহানের কাছ থেকে আমারা ৩০০টাকা ধরে প্যাকেট কিনে ধান আবাদ করেছি। তাদের দাবী ৭৪ধানের কোম্পানি ক্ষয়ক্ষতি বহন করতে অন্যথায় আমার আন্দোলনের কর্মসূচি হাতে নিবো।
এ বিষয়ে বীজ ব্যবসায়ী শাহজাহান জানান, আমি নতুন ব্যবসায়ি আমার ব্যবসা প্রতিষ্টান থেকে আনেক কোম্পানি বীজ বিএয় করেছি কোন বীজ এমন সমস্যা হয়নি তবে কৃষি পরিবার করপোরেশন লিমিটেডের ৭৪ নামে ধান কেন এমন হয়েছে তা তিনি বলতে পারেননি। তবে তিনি বলেন কোম্পানির সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এ বিষয়ে কি করা যায়।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা কৃষি উপসহকারী অফিসার মোঃ আবু কাউসার
জানান, কাগাপাশা ইউনিয়নের অনেক কৃষক আমাকে মৌখিক ভাবে ৭৪ধানের সমস্যার কথা জানিয়েছেন পরে আমি এলাকায় গিয়ে সরেজমিনে হাওরে গিয়ে দেখেছি ধানের যে অবস্থা কৃষরা ধান কাটতেই পারবে না কারণ ধানের ছড়ায় কিছুই নাই। তিনি আরও জানান যে কোম্পানির ধান সে কোম্পানি মালিক পক্ষের সাথে যোগাযোগ করছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj