সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, এক সময় শায়েস্তাগঞ্জে ছিল মাদকের ব্যাপক ছড়াছড়ি। দীর্ঘ প্রচেষ্টার পর আমরা এই পরিস্থিতি থেকে উঠে এসেছি।
ওলিপুর শিল্প এলাকাকে ঘিরে মাদক ব্যবসায়ীরা পুনরায় যাতে সক্রিয় হয়ে উঠতে না পারে সেই ক্ষেত্রে পুলিশকে কঠোর ভূমিকায় থাকতে হবে। এলাকার যুব সমাজকে রক্ষার স্বার্থে এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার আহবান জানান তিনি।
২৭ শে মার্চ বুধবার দুপুরে দেশের ৪৯২তম এবং সর্বশেষ প্রতিষ্ঠা পাওয়া হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির ১ম সভা মুখ্য উপদেষ্টার বক্তৃতায় তিনি এসব কথা বলেন।এমপি আবু জাহির আরো বলেন, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু।
পুলিশের কোনও কর্মকান্ডে সাধারণ মানুষ কষ্ট পাবে এটা কোনভাবেই কাম্য নয়। সফলতা অর্জন হলে এটা সকলের। কিন্তু আইন-শৃঙ্খলা কমিটির অবনতি হলেই দায়-দায়িত্ব পুলিশের উপর বর্তায়। তাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে সতর্কতার সাথে মাদক, ইভটিজিংসহ সকল অপরাধ রোখে কাজ করার জন্য পুলিশের প্রতি আহবান জানান তিনি।
বিরামচর এলাকায় অস্থায়ী কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফেরদৌস ইসলামের সভাপতিত্ব্ েসভায় অন্যান্যের মাঝে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান,এলজিইডি’র শায়েস্তাগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ ওবায়দুল বাশার, ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল খান, নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, ইসহাক আলী সেবন, মাহবুব হোসেন চৌধুরী দিলু, শায়েস্তাগঞ্জ পৌরসভা সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসমা আব্দুল্লাহ, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য লাকী আক্তার, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল হক, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, জহুর চান বিবি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসম আফজল আলী, উপজেলা প্রেসক্লাব সহসভাপতি মোঃ মামুন চৌধুরী, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালক কমিটি অভিভাবক সদস্য সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, উপজেলা পরিষদ নাজির মোঃ উস্তার মিয়া সহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন।
সভায় ওসি আনিসুর রহমান জানান, ফেব্রুয়ারি মাসে শায়োস্তাগঞ্জ থানায় সর্বমোট ১৩টি মামলা দায়ের হয়েছে। এর মাঝে নারী নির্যাতন ৩টি, ধর্ষণ ১টি, ডাকাতি ১টি, মাদক ৪টি, ২টি মারামারি এবং বাকীগুলো অন্যান্য অপরাধ সংক্রান্ত।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ উপজেলা বাস্তবায়নে প্রচেষ্টা চালিয়ে যান এমপি আবু জাহির। এক পর্যায়ে ২০১৭ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’র বৈঠকে ৪৯২তম উপজেলা হিসেবে শায়েস্তাগঞ্জকে অনুমোদন দেওয়া হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj