হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস রোড এলাকায় একটি খোলা পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।
রোববার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস রোডের খোলা পেট্রোলের দোকান মদিনা এন্টারপ্রাইজ থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
এ অগ্নিকাণ্ডে পেট্রোলের দোকানসহ পাশের ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবিও করেছেন ক্ষতিগ্রস্তরা।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম জানান, দুপুরে হঠাৎ করে ওই দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুণ চার দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পেট্রোলের দোকান মদিনা এন্টার প্রাইজ, হৃদয় এন্টার প্রাইজ ও কামাল মিয়ার দোকানের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে কি থেকে আগুনে সূত্রপাত তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যেহেতু এটি খোলা পেট্রোলের দোকান ছিল সিগারেটের আগুণ থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলেও তিনি মনে করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj