স্টাফ রিপোর্টার ॥ বিএনপি-জামায়াত বাংলাদেশে অগ্নি-সন্ত্রাস চালিয়ে মানুষকে হত্যা করেছে। তারা সাধারণ জনগণকে আগুনে ঝলসে দিয়েছে। হাজার হাজার কোটি টাকার সরকারি এবং বেসরকারি সম্পত্তি ধ্বংস করেছে। তাদের মাধ্যমেই বাংলাদেশে সৃষ্টি হয় সাম্প্রদায়িকতা। কিন্তু বর্তমান সরকারের আমলে দেশে সাম্প্রদাায়িকতার সুযোগ নেই। আমরা বিশ^াস করি ধর্ম যার যার উৎসব সবার। এখন সকল ধর্মের মানুষ সমান সুবিধা ভোগ করে।
শনিবার দুুপুরে শায়েস্তাগঞ্জের পূর্ব লেঞ্জাপাড়ায় শ্রী শ্রী গীতা সংঘের আয়োজনে গীতাযজ্ঞ ও ধর্মসভা উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, বাংলাদেশে জঙ্গীবাদের মদদদাতা বিএনপি-জামায়াত। তারা চেয়েছিল সন্ত্রাস-বোমার মাধ্যমে পাকিস্তান কায়েম করতে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা তা হতে দেননি।
এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকল ধর্মের মানুষরে প্রতি আহবান জানান। শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও বিধান দেবের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ছাবেরা ছালেক হেপী, সাধারণ সম্পাদক আছমা আব্দুল্লাহ ও কাউন্সিলর লাইজু আক্তার। এছাড়াও সেন্টু রায়, রনদা প্রসাদ রায়, শংকর রায়, লিটন রায়, ময়না মিয়া, বুলু কান্ত রায়, অমলেন্দ কর, চয়ন দেব রায়, শৈলেশ শুক্ল বৈদ্য, দুলাল চন্দ্র রায়, রনজিৎ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।