আজিজুল হক নাসিরঃ সিএনজিতে ফেলে আসা ৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও দামী পোষাক-প্রসাধনী নিজ উদ্যোগে ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিয়েছে এক সিএনজি চালক।
জানা যায়, গত ১৮ মার্চ বেলা সাড়ে এগারোটায় চুনারুঘাট উপজেলার রাজার বাজার থেকে সিএনজি যোগে চুনারুঘাট সদাই করতে যান উপজেলার ছয়শ্রী গ্রামের মৃতঃ হাজী আঃ মতলিবের প্রবাসী পুত্র জুয়েল ও তার স্ত্রী।
চুনারুঘাট পৌঁছে তাদের মালামাল বহনকারী ব্যাগটি সিএনজিতে রেখেই তারা নিজ কাজে চলে যান।
ড্রাইভার সিএনজি নিয়ে গেরেজে রাখার সময় ব্যাগটি তার নজরে আসে। তিনি তা বাড়িতে নিয়ে তাতে বিপুল স্বর্ণালংকার ও দামী পোষাক - প্রসাধনী দেখতে পান।
ব্যাগটি রাজার বাজার থেকে উঠা যাত্রীরাই রেখে গেছেন তিনি নিশ্চিত হন।
অপরিচিত এ যাত্রীদের ঠিকানা কিভাবে খুঁজে বের করবেন তা ভাবতে থাকেন।
ব্যাগে কি আছে না আছে তা না জানিয়ে যেখানে যাত্রীরা খুঁজাখুঁজি করতে পারে সে সমস্ত জায়গায় তিনি একটি ব্যাগ পেয়েছেন বলে জানিয়ে রাখেন।
এমনকি এলাকার নামকরা কবিরাজদেরকেও (যারা হারানো মালে খুঁজাখুঁজির তৎবির করেন) অবগত করে রাখেন।
অবশেষে ২০মার্চ ভোরে গ্যাসপাম্পে গ্যাস সংগ্রহ কালে আমুরোড বাজারের অপর সিএনজি চালক রাজিব মিয়ার সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি জুয়েলের বড় ভাই ফরিদ আহমেদের ফোন নাম্বার পেয়ে তাকে ফোন করে ব্যাগটির আসল মালিকের সন্ধান পান।
তিনি তাদেরকে তার বাড়িতে ডেকে নিয়ে ব্যাগটির যাবতীয় মালামাল সহ ফেরত দেন।
এ ব্যাপারে জুয়েলের বড়ভাই ফরিদ বলেন, আমি তার সততা ও মাতৃভক্তি দেখে মুগ্ধ হয়েছি।
মহৎ এ সিএনজি চালক সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃতঃ আঃ গফুরের পুত্র আঃ মালেক।
আঃ মালেক বলেন, অন্যের ভুল করে ফেলে রাখা ব্যাগে কি আছে না আছে তা নিয়ে আমার ভাবনা ছিলনা। কিভাবে তার মালামাল গুলো ফেরত দিবো তাই ভেবেছি। তাদের ব্যাগটি ফেরত দিতে পেরে আমি চিন্তামুক্ত হয়েছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj