সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ রবিবার সকাল ৯ টায় ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে জাতির জনকের প্রতি কৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বের হয় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও ইসলামী একাডেমী এনড হাই স্কুলের শিক্ষার্থীরা এক বর্ণাঢ্য র্যালী নিয়ে রেলওয়ে ষ্টেশন পার্কিং পর্যন্ত অবস্থান নেয়।
সেখান থেকে র্যালী নিয়ে পুরানবাজার মুখী প্রধান সড়কে প্রদক্ষিণ করে। র্যালী শেষে সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিধ্যালয় অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফেরদৌস ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জালাল আহমেদ এর সঞ্চলনায় সভায় বিষেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান, শায়েষÍাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান, ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আবু সিরাজ মোঃ মনিরুল ইসলাম, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন রুমি , উপজেলা একাডেমী সুপারভাইজার জগদীশ চন্দ্র , শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আব্দুল্লাহ আল মামুন, ইব্রাহীম মিয়া, শিউলি বেগম। আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা উসমান আলী মিনু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, উপজেলা নির্বাহী অফিসের কর্মচারী উস্তার মিয়া, হিমাংশু চন্দ্র ঘোষসহ শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শততম জন্মদিনের একটি কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন, রচনা, উপস্থিত বক্তৃতা ও গল্গ বলা প্রতিযোগিতায় বিজীয়দের মধ্যে পুরস্কার বিতরণ ও কেক কাটেন প্রধান অতিথি শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া ও সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফেরদৌস ইসলাম।