নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জের গজনাইপুর থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার ওই গ্রামের বিজনা নদীর পাড়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, উপজেলার গজনাইপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী সারজন মিয়ার বোন হাসনা বেগম এলাকায় ইয়াবা ব্যবসা গড়ে তুলেন। বিষয়টি জানতে পেরে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যম্পের এএসপি মোঃ আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে র্যাবের একটি টিম হাসনা বেগমের বাড়ি বিজনা নদীর পাড়ে অভিযান চালায়।
এ সময় হাসনা বেগম র্যাবেল টিমকে ভূয়া ভেবে উল্লেখ করে ‘পিস্তল আছে গুলি নাই, তোরা ভূয়া র্যাব'। পাশাপাশি র্যাব সদস্যদের দা দিয়ে কুপানোর হুমকিও দেয় হাসনা বেগম। পরে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহযোগিতায় ব্লকরেইড দিয়ে তার সহযোগি একই গ্রামের মৃত শরিয়ত মিয়ার পুত্রসহ হাসনা বেগমকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার বাড়ি থেকে ৫শ ৭০ পিস ইয়াবা, নগদ ১ লক্ষ ২৭ হাজার ৩শ ৬৭ টাকা উদ্ধার করে র্যাব। বিষয়টি আচ করতে পেরে হাসনা বেগমের ভাই সারজান মিয়া পালিয়ে যায়।
এ ব্যাপারে এএসপি আনোয়ার শামীম জানান, গতকাল অভিযান চালিয়ে হাসনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। এর আগে কয়েকবার চেষ্টা করেও তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না।
‘'ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে র্যাব সদস্যদেরকে স্থানীয় লোকজনের প্রতিরোধের মুখে ফেলার রেকর্ডও তাদের রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj