নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে ৮টি উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ পদে) ৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। রবিবার রাতে উপজেলা রিাটর্নিং অফিসার কর্তৃক দেয়া ফলাফলে এ তথ্য জানা যায়।
হবিগঞ্জ সদর উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে পুণরায় নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান আওয়াল। তিনি টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৪শ ১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এডভোকেট আব্দুল আহাদ ফারুক (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৪৫ ভোট।
লাখাই উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ মুর্শেদ কামাল চৌধুরী। তিনি (টিউবওয়েল) প্রতীকে ১৫ হাজার ৩শ ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী তাউছ মিয়া (মাইক) প্রতীকে ১২ হাজার ২৭ ভোট পেয়েছেন।
বাহুবল উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে ইয়াকুত মিয়া মাইক প্রতীকে ১১ হাজার ৬শ ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফারুকুর রশীদ ফারুক পেয়েছেন ৮ হাজার ২শ ৭৬ ভোট।
নবীগঞ্জ উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট গতি গোবিন্দ দাশ নির্বাচিত হয়েছেন। তিনি তালা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী ওবায়দুল কাদের হেলাল পেয়েছেন ২০ হাজার ২শ ৮৮ ভোট।
মাধবপুর উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম। তিনি পেয়েছেন ৩৭ হাজার ২শ ৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল আজিজ (চশমা) প্রতিক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৬শ ২৩ ভোট। সহকারী রিটানিং কর্মকর্তা মনিরুজ্জামান উপজেলা ফলাফল ঘোষনা করেন।
চুনারুঘাট উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে লুৎফুর রহমান মহালদার (চশমা) প্রতীকে ৭৯ হাজার ৩শ ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামাল হোসেন লিটন (মাইক) প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭১।
বানিয়াচং উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে মোঃ ফারুক আমীন (তালা) প্রতীকে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৮ হাজার ২শ ৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ইকবাল বাহার খান (চশমা) প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৯শ ১৩ ভোট।
আজমিরীগঞ্জ উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মমিনুর রহমান সজিব। তিনি (মাইক) প্রতীকে ৮ হাজার ৫শ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আব্দুল জলিল (বাল্ব) প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯শ ৫৬ ভোট।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj