স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বাহুবল উপজেলার ২ নং পুটিজুরী ইউনিয়নের দ্বিগাম্বর ছড়ায় ডের্জার মেশিন দিয়ে জোরপূর্বক বালু তুলাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা যে কোন সময় সংঘর্ষের ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার আব্দানারায়ন গ্রামের মধ্যে বালু ব্যবসায়ী ও মেশিন মালিকের সঙ্গে স্থানীয় লোকদের কথা-কাটাকাটি হয়, এক পর্যায়ে ব্রিজের অর্ধেক বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়।
গত কিছুদিন আগে সরকারীভাবে ২৬ লক্ষ টাকা ব্যয় করে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে।
এলাকাবাসী জানান অবৈধভাবে অর্ধেক ব্রিজ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এলাকার বালু ব্যবসায়ী ও মেশিন মালিক জোরপূর্বক নতুন ব্রিজের পাশেই মেশিন বসিয়ে দেয়।এ নিয়ে স্থানীয় লোকদের সাথে তাদের কথা-কাটাকাটি হয়েছে এ ঘটনায় যে কোন সময় সংঘর্ষের আশংকা রয়েছে। অর্ধেক ব্রিজ বন্ধ করে ব্রিজের কাছে জোরপূর্বক ডের্জার মেশিন বসিয়ে দিয়েছে এ নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।