চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরকে যানজটমুক্ত করতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামানের নেতৃতে থানা পুলিশ পৌরশহর এলাকায় যানজট মুক্ত অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ যানজটমুক্ত অভিযান পরিচালিত হয়। সকাল থেকেই পৌর শহরের মধ্য বাজার, সতং রোড, দক্ষিণ বাসস্ট্যান্ড, বাল্লারোড, রানীগাঁও রোড সহ পৌর শহরের বিভিন্ন পয়েন্টে পৃথক পৃথকভাবে জটিকা অভিযানের মাধ্যমে পৌশহরকে যানজটমুক্ত করা হয়। এসময় লাইসেন্সবিহিন বিভিন্ন গাড়িগুলো আটক করে থানায় নিয়ে গাড়িগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করে লাইসেন্সবিহীন গাড়িগুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হয়।
এ অভিযানে ওসি কে.এম আজমিরুজ্জামানের নেতৃত্বে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার এস.আই মোহাম্মদ মহিন উদ্দিন সহ প্রায় ১০/১২ সদস্যের একটি পুলিশ টিম।
আগামী ১০ মার্চ চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে যে কোন ধরনের জঙ্গী তৎপরতা, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকান্ড রোধে বিভিন্ন গাড়িতে তল্লাশীও চালানো হয়। চুনারুঘাট পুলিশের জটিকা অভিযানের খবর পেয়ে লাইসেন্সবিহীন বিভিন্ন গাড়ির চালকরা পৌর শহর থেকে গাড়ি নিয়ে উধাও হয়ে যায়।
এ অভিযানে সাথে থাকা প্রতিবেদক চুনারুঘাট রিপোটার্স ইউনিটির জয়েন্ট সেক্রেটারী ও দি নিউনেশনের চুনারুঘাট প্রতিনিধি ফারুক মাহমুদের সাক্ষাতকারে, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান চুনারুঘাট পৌরশহরকে যানজট মুক্ত রাখতে ও নির্বাচনী সহিংসতা রোধে চুনারুঘাটবাসী সকলের সহযোগিতা কামনা করেন। এ যানজট মুক্ত ও তল্লাশী অভিযান নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত বহাল থাকবে বলে জানান ওসি কে.এম আজমিরুজ্জামান।