স্টাফ রিপোর্টার :বাহুবলে আলোচিত পুটিজুরী ইউনিয়নের গোলগাও গ্রামে দীর্ঘদিন যাবত টিলা কেটে মাটি বিক্রি করে আসছে একটি মাটি ও বালু কেকো চক্র যার ফলে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব, এ বিষয়টি বাহুবল উপজেলা প্রশাসনের নজরে আসলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটিকাটায় ব্যবহৃত একটি এসকাবেটার মেশিন জব্দ করে। মেশিন মালিক আব্দুল মতিনকে দুই লক্ষ টাকা জরিমানা করেন এবং এমাটি কাটার সাথে যারা জরিত তাদের তালিকা তৈরি করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিন।
জানা যায়, দীর্ঘদিন যাবত বাহুবল উপজেলার ২ নং পুটিজুরী ইউনিয়নের গোলগাঁও গ্রামে একটি মাটি ও বালু কেকো চক্র অবৈধভাবে জোরপূর্বক মাটি ও বালু বিক্রি করে আসছে।
এ খবর পেয়ে গতকাল শনিবার সন্ধ্যায় বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিন বিশেষ অভিযান চালিয়ে একটি এসকাবেটার মেশিন জব্দ করে মেশিন মালিককে আটক করে দুই লক্ষ টাকা জরিমানা করেন এবং এঘটনার সাথে যারা জরিত তাদের তালিকা তৈরি করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি এসকাবেটার মেশিন জব্দ করা হয়েছে ও মেশিন মালিককে আটক করে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং এঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তালিকা তৈরি করা হচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।