হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবীতে আন্দোলরত সংগঠনের উদ্যোগে হবিগঞ্জে আলোচনা ও শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।
অর্গানিজেশন ফর দ্যা রেকগনিশন অফ বাংলা এ্যাজ এ্যান অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস্ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী শেখ মফিজুর রহমান, বিশিষ্ট লেখক ও গবেষক সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জাহান আরা খাতুন, সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি দৈনিক সিলেট সংলাপের সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, কবি তাহমিনা বেগম গিনি ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকোশলী আব্দুল মুনিম চৌধুরী বুলবুল । শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের হবিগঞ্জের সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
উপস্থিত ছিলেন ওয়াদুদ চৌধুরী শামিম, নাট্যকার সিদ্দিকী হারুন, এডভোকেট শায়লা খান, নাট্যকর্মী মুক্তাদির হোসেন, ওসমান গণি রুমি, তারুণ্য সোসাইটির সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত মঙ্গলবার অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শতাধিক শিশুকিশোরের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।