মোঃ আবদুল হক রেনু/সৈয়দ আখলাক উদ্দিন মনসুর,শায়েস্তাগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৩৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সমিতির সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সমিতি বোডের্র সভাপতি মোঃ মিজানুর রহমান। সকাল ৯টা হতে ১১টা পর্যন্ত ৩৯৮ জন গ্রাহক সদস্যের রেজিষ্ট্রেশন হয়। উক্ত সভা সকাল ১১টায় শুরু হয়ে বেলা ১ টা ৪০ মি: পর্যন্ত কার্যক্রম চলে।
সভায় সমিতি বোর্ডের ১০ জন এলাকা পরিচালক ও ৩ জন মহিলা পরিচালক উপস্থিত ছিলেন। সভাপতির প্রতিবেদন পাঠ করেন সমিতি বোর্ডের সভাপতি মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন সমিতি বোর্ডের কোষাধ্যক্ষ তাহমিনা বেগম। সভায় সমিতির সার্বিক কর্মকান্ডের উপর প্রতিবেদন পাঠ করেন, সমিতির জেনারেল ম্যানেজার মোঃ মোতাহার হোসেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান এর বানী পাঠ করেন চেয়ারম্যানের পক্ষে উপ-পরিচালক তছলিমা পারভিন।
সভায় সমিতি বোর্ডের ১নং এলাকা পরিচালক মোঃ আব্দুল মতিন মাষ্টার, ২নং এলাকা পরিচালক নওরুজুল ইসলাম চৌধুরী, ৫ নং পরিচালক এলাকা মোঃ সেলিম মিয়া, ৬ নং পরিচালক এলাকা এডঃ মোঃ মুসা মিয়া নির্বাচিত হন এবং ৩ নং এলাকা পরিচালক সদস্য পদ স্থগিত রাখা হয়।
সভা শেষে আগামী ১ বছরের জন্য পরিচালকদের সরাসরি ভোটে সমিতি বোর্ডের নতুন নির্বাহী কমিটি গঠন হয়। নতুন নির্বাহী কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, সচিব-সুমী বেগম ও কোষাধ্যক্ষ এড. মোঃ মুসা মিয়া। সভায় ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ.স.ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, কোষাধ্যক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, মোঃ হাছান আলী, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মামুন চৌধুরী, সাংবাদিক ফোরাম শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আবদুল হক রেনু, সহ-সভাপতি মোঃ জমির আলী, কোষাধ্যক্ষ মোজহারুল হায়দার চৌধুরী (জুনাইদ), সমাজ কল্যাণ ও ক্রিড়া সম্পাদক মোহাম্মদ আলী সরকার, শামীম চৌধুরী, শায়েস্তগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির, সাংবাদিক মাসুক রানা, বুলবুল আহমেদ, নোমান আহমেদ মিন্টু প্রমূখ।
বেলা ১ টায় রেজিষ্ট্রেশনকৃত গ্রাহক সদস্যদের মধ্যে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ২০ জন গ্রাহককে পুরষ্কৃত করা হয়। সমিতির সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহক প্রাণ আরএফএল ও যমুনা গ্রুপের মধ্যে সমিতির পক্ষ থেকে পুরষ্কার তুলে দেওয়া হয়। এছাড়া নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারী বাণিজ্যিক, আবাসিক, সেচ, দাতব্যসহ বিভিন্ন শ্রেণীর সেরা বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম ও গীতা পাঠ করেন মুকুল রঞ্জন ভট্টাচার্য। বিজ্ঞপ্তি পাঠ করেন সমিতি বোর্ডের সচিব জালাল উদ্দিন রুমি। গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন, ডিজিএম (নোয়াপাড়া) আব্দুল মতিন মাষ্টার।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj