স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদ কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন- শতকরা ৫৬ জনের মুখের ভাষা বাংলাকে উপেক্ষা করে ঊর্ধুকে আমাদের উপর চাপিয়ে দিয়েছিলেন কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদল ছাত্রকে নিয়ে তার মুখ বরাবর প্রতিবাদ করেছিলেন। এর মধ্য দিয়েই মূলত ভাষা আন্দোলনের সৃষ্টি হয়। একুশে ফেব্র“য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, ’৫২ সালের একুশে ফেব্র“য়ারির পূর্বে বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের মাধ্যমে ৫টি বছর আন্দোলন করা হয়। বঙ্গবন্ধু কারাভোগ করেন আড়াই বছর। তিনি আরো বলেন, বাংলাদেশের যা কিছু অর্জন হয়েছে, তা আওয়ামী লীগের হাত ধরেই। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি অর্জন হয়েছে। এবার আসুন সকলে মিলে দাবি জানাইÑ আমাদের মাতৃভাষাকে জাতিসংঘের সদর দফতরে স্থান দেওয়ার জন্য।
এমপি আবু জাহির বলেন, ভিশন ২০২১ ও ’৪১ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। আসুন সকলে মিলে আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দেই।
আলোচনা সভায় এমপি আবু জাহির ছাড়াও শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আফছারুল আমীন এমপি, আফম রুহুল হক এমপি, বেনজীর আহমেদ এমপি, আহসান আদেলুর রহমান এমপি ও বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বক্তৃতা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj