স্টাফ রিপোর্টার। বাহুবলে মাটি ও বালু ব্যবসায়ীদের কারণে বিপর্যয়গ্রস্ত হচ্ছে পরিবেশ জীবনের ঝোঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল কলেজগ্রামী শিক্ষার্থীদের।
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার উত্তর এলাকা থেকে শুরু করে দক্ষিন এলাকা পর্যন্ত রয়েছে মাটি ও বালু ব্যবসায়ীদের দখলে।তারা প্রতিনিয়তই ঢাকা সিলেট মহা-সড়ক ব্যবহার করে অবৈধভাবে দাপটের সাথে চালিয়ে যাচ্ছে মাটি ও বালু ব্যবসা যার ফলে জীবনের ঝোঁকি নিয়ে স্কুল কলেজে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের।
সচেতন মহলের দাবী, অবৈধ মাটি ও বালু ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনের সামনে দিয়ে এভাবে ঢাকা সিলেট মহা-সড়ক ব্যবহার করে দাপটের সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে তার রহস্য কি-?
আমাদের ছেলে মেয়েরা জীবনের ঝোঁকি নিয়ে প্রতিদিন স্কুল কলেজে যেতে হয়। কিন্ত স্থানীয় পুলিশ প্রশাসনের চোখের সামনে দিয়ে এভাবে ব্যবসায়ীরা অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে কিভাবে।
তারা অারও বলেন আমরা যাদের দিকে থাকিয়ে আছি অথচ তাদের সামনেই যদি এই অবৈধ ব্যবসা চলতে থাকে তাহলে আমরা বিচার নিয়ে কার কাছে যাব।
স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে তাদের প্রাণের দাবী অনৈতিবিলম্বে এই অবৈধ ব্যবসায়ীদের হাত থেকে আমাদের ছেলে মেয়েদেরকে বাঁচান।স্কুল কলেজে যখন আমাদের বাচ্চারা যায়।
তখন আমরা সারাক্ষণ অাতংকে থাকি, কারণ যেভাবে ঢাকা সিলেট মহা-সড়কে বড় বড় ট্রাক দাড় করিয়ে লোড় অানলোড় করা হয়, নিযের চোখে দেখলে সত্যিই খুব ভয় লাগে তাই পুলিশ প্রশাসনের কাছে আমাদের প্রাণের দাবী অবিলম্বে এই অবৈধ ব্যবসাবাণিজ্য বন্ধ করুণ এই বিপদ থেকে আমাদের ছেলে মেয়েদের বাঁচান।