শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের জাতীয় দলের সাবেক ফুটবলার,হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,শায়েস্তাগঞ্জ থানা পুলিশিংয়ের সভাপতি,নূরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী,চার গ্রামের প্রেসিডেন্ট হাজ্বী মুক্তার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার ছিলেন।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) বিকাল ৫টার দিকে নূরপুর হাইস্কুল মাঠে জানাযার নামাজে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
জানাযা পূর্ব সমাবেশে অনেকেই বক্তব্য রাখেন এবং বক্তব্যে সবাই মরহুম মুক্তার হোসেনের স্মৃতিচারণ করেন এবং মরহুমের জন্য দোয়া চাঁন।জানাযায় ইমামতি করেন, মরহুমের ভাতিজা হাফেজ বেলায়াত হোসেন আক্তারী।
জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পরে সিলেট সেনানিবাসের একটি চৌকুস টিম মোক্তার হোসেনকে শেষ বিদায় জানাতে স্বস্ত্র সালাম প্রদান করে। এসময় বিউগলে করুন সুর বেজে ওঠে।
এর আগে বাংলাদেশ বিমানবাহিনী শমসেরনগর ঘাটির একটি টিম তাঁকে সামাল প্রদর্শন করেন।এর আগে ভোর সাড়ে ৪টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামে নিজ বাড়ীতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
হাজী মোক্তার হোসেন শুধু খেলোয়ারই ছিলেন না। তিনি ছিলেন সংগঠন, রাজনৈতিক নেতা ও এলাকার বিশিষ্ট মুরুব্বি ছিলেন।
মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। ছোট ছেলে নাজমুল হোসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার।
মরহুমের পরিবার সূত্র জানায়- মোক্তার হোসেন ১৯৭২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। পরে সেনাবাহিনীর ফুটবল টিমে ভালো খেলোয়ার হিসেবে পেয়ে যান অধিনায়কের দায়িত্ব। ১৯৮৭ সালে চাকুরী থেকে অবসর গ্রহণের আগ পর্যন্ত সেনাবাহিনী ফুটবল টিমের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ১৯৮৩ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের খেলোয়ার হিসেবে স্থান করে নেন মোক্তার হোসেন। সুনামের সাথে খেলেছেন দেশের বিভিন্নস্থানে।অর্জন করেছেন নামজস খ্যাতি।
তাঁর মৃত্যুতে পুরো শায়েস্তাগঞ্জ উপজেলায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ।তার ইন্তেকালে সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।মরহুমের পরকালিন নাজাত ও মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান মরহুমের পরিবারবর্গ ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj