মঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ থেকে :হবিগঞ্জ ট্রাক্টর মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ট্রাক্টর চালুর দাবিতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্বরে মহাসড়কে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ ই ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টা সাড়ে ১১ টা পর্যন্ত হবিগঞ্জ ট্রাক্টর মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে শায়েস্তাগঞ্জসহ জেলার বিভিন্ন সাথœ থেকে আসা শত শত শ্রমিক ও মালিকরা নতুন ব্রীজ গোল চত্ত্বরে মানব বন্ধনে অংশ নেয়।
ট্রাক্টর মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক জামাল মেম্বারের সভাপতিত্বে হেলাল মেম্বারের পরিচালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন সাবেক মেম্বার রজব আলী, চান্দালী, ময়না মেম্বার, ফজল মিয়া, হেলাল মিয়া, মামুন মিয়া, সুমন মিয়া, আব্দুল মন্নান বাবুল, ফয়জুর রহমান সোহেলসহ ঐক্য পরিষদের নেতাকর্মীরা। মানববন্ধনের নেতাকর্মীরা বলেন ১লা ডিসেম্বর থেকে প্রশাসনের নিদের্শে ট্রাক্টর চলাচল বন্ধ রয়েছে ১৩ দিন ধরে এতে ৮ থেকে ১০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে।
এতে করে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করে আসছে বলে মানব বন্ধনে বক্তারা উল্লেখ করেন। ট্রাক্টর চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের করার জন্য আহ্বান জানান ট্রাক্টর মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। মানব বন্ধন শেষে গোল চত্বরে একটি মিছিল নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj