ডেস্ক : বিপিএলের ৬ষ্ঠ আসরে শুরু থেকে জ্বলে উঠতে পারেননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল। মাঝ পর্যায়ে এসে হাসতে শুরু করে তার ব্যাট। মাঝে বলেছিলেন দলকে ফাইনালে তুলবেন। সেই লক্ষ্য পূরণ করেছেন। বিদেশিদের সেঞ্চুরির ভিড়ে বলেছিলেন, দেশি ক্রিকেটারদের একটি সেঞ্চুরি হলে ভালো হতো। সেই হতাশা এবার নিজেই ঘুচিয়ে দিলেন চলতি আসরের পঞ্চম সেঞ্চুরি করে। সেটাও আবার আগুন গরম ফাইনালের মঞ্চে।
বিপিএলের ৬ষ্ঠ আসরের ফাইনালে আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ঢাকা ডায়নামাইটস। এভিন লুইসের বিদায়ের পর হাত খুলে খেলতে থাকেন অপর ওপেনার তামিম ইকবাল। এনামুল হক বিজয়কে নিয়ে গড়ে তোলেন ৮৯ রানের দারুণ জুটি। ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন দেশসেরা ওপেনার। বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিতে তিনি সময় নেন ৫০ বল। হাঁকান ৮টি চার এবং ৭টি ছক্কা।
তামিম ইকবালের আগে বিপিএলে বাংলাদেশের ৩ ক্রিকেটার সেঞ্চুরি করেছেন। বিপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেছিলেন শাহরিয়ার নাফীস। ২০১৩ সালে খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে খেলেছিলেন ৬৯ বলে ১০২* রানের ইনিংস। একই বছর ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৫৮ বলে অপরাজিত ১০৩* রানের ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। সর্বশেষ ২০১৬ সালে রাজশাহী কিংসের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে ৬১ বলে ১২২ রানের ইনিংস খেলেন সাব্বির রহমান। যা বিপিএলে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj