স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিরামচর গ্রামের মোঃ আব্দুল আহাদ মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
এ ব্যাপারে আলাপকালে বাড়ির মালিক আঃ আহাদ মিয়ার পুত্র হাফিজুর রহমান জসিম (২৯) জানান, শুক্রবার ০১ ফেব্রুয়ারি গভীর রাতে ১২/১৫ জনের এক দল মুখোষধারী ডাকাত বসত ঘরের দরজার তালার লক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার বাবাসহ পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে মোঃ আব্দুল আহাদ ও তাকে ডাকাতরা মারধর করে।এতে পিতা পুত্র আহত হন।
এ সময় ডাকাতরা ঘরে থাকা আলমিরা ভেঙ্গে নগদ ২০হাজার টাকা, আঃ আহাদ মিয়ার স্ত্রী ও পুত্র বধুর গায়ে থাকা ৪/৫ ভরী স্বর্ণালঙ্কার, ৪টি দামী মোবাইল ফোনসহ ৪লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরে তাদের শোরচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে গুরুতর আহত পিতা পুত্রকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এ ঘটনার খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে আলাপকালে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিছুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা এ ঘটনা ঘটিয়েছে সুস্পষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এ ঘটনা সংঘটিত হওয়ায় এলাকার লোকজনের মাঝে ডাকাত আতংক বিরাজ করছে।
উল্লেখ্য,গত ২৭ জানুয়ারি ভোররাতে ও শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্ধা গ্রামের ধুলা ঠিলা এলাকায় একই রাতে ৪ বাড়িতে ডাকাতি ঘটনা ঘটে এতে উপজেলা জুড়ে আতংক বিরাজ করছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj