শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সীমান্তবর্তী বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ছাপরতলা ইউনিয়নের অর্ন্তভূক্ত ঐতিহ্যবাহী খান্দুরা (উত্তর হাবেলী) সাঈয়্যেদিয়া দরবারশরীফে প্রতিবছরে ন্যায় এবারো কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সাজ সজ্জা ভাবে আওলাদে রাসুল হযরত সৈয়দ নজিবুল হোসেন (রহ:) ওরফে জলফু মিয়া স্বারণে ৪ঠাফেব্রুয়ারী ২২শে মাঘ সোমবার দিন ব্যাপী ৯২ তম বার্ষিক পবিত্রওরস অনুষ্ঠিত হবে।
দরবার শরীফের সভাপতি পীরজাদা সৈয়দ রফিকুল হোসেন রফিক জানান, প্রতি বছর পবিত্র ওরস শুরু হওয়ার প্রথমে দরবার শরীফে গিলাফ ছড়ানো ও গোসল করানোর পর সারা দিন কোরআন খতম, জিয়ারত,জিকির আসকার মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
রাত ১২টা ১মিনিটে পীরজাদা সৈয়দ রফিকুল হোসেন রফিক সাহেব ও গদ্দীনিশিনপীর ছোটহুজুর সৈয়দ আশরাফুল হোসেন জনি সমন্বয়ে দরবার শরীফে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে বার্ষিক পবিত্র ওরস সমাপ্ত হবে।
এদিকে দূর দুরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ মুরিদান ও আশেকান ভক্তদের মানত পূরণের জন্য শতাধিক গরু,মহিষ, ছাগল, ভেড়া নিয়ে বিকাল সোয়া ৪টায় সাঈয়্যেদিয়া দরবার শরীফ সমূহে জবাই করে এবং মাজার জিয়ারত করে। উল্লেখ্য পবিত্র ওরসের ৫/৬ দিন পূর্বে দরবার শরীফ আশপাশ এলাকা ঘিরে শতাধিক বিভিন্ন পন্য সামগ্রী, দোকান বসে।
যেমন কাঠের ফার্ণিচার, লোহা জাত দ্রব্য, মাটির হাড়িপাতিল, কসমেটিক্স দোকান, মাছ, মাংস, তরিতরকারি, সার্কাস, নাগরদোলা, বাচ্ছাদের খেলনা, হোটেল রেস্তোরা সহ বিভিন্ন দোকান বসে। এসব দোকান গুলোতে উপচে পড়া ভিড় জমে।
অন্যদিক শতাধিক কাফেলা বসে এবং দূর দুরান্ত থেকে আগত বাউল শিল্পীরা কাউয়ালী, পীর মূশের্দি, মারিফতি, ভক্তি মূলক গান কাফেলায় পরিবেশন করে থাকে সারারাত। উক্ত বার্ষিক পবিত্র ওরসে আসার জন্য আশেকান ভক্ত ও মুরিদানদেরকে দাওয়াত জানিয়েছেন সাঈয়্যেদিয়া দরবারশরীফের সভাপতি পীরজাদা সৈয়দ রফিকুল হোসেন রফিক ও ছোট হুজুর সৈয়দ আশরাফুল হোসেন জনি। প্রয়োজনে : ০১৭৭২-৭৬৯৯৪৩ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj