মোঃ আবদুল হক রেনু ॥ সারা দেশের ন্যায় শায়েস্তাগঞ্জেও শীতের প্রকোপ ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। রেলওয়ে প্লাটফরম ও ফুটপাত বসবাসরত ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষগুলো শীতে কাঁপছে। অত্র এলাকায় চলছে মৃদু শৈতপ্রবাহ এতে ইতোমধ্যেই সর্বত্র জেঁকে বসেছে শীত। দোকাগুলোতে শীত নিবারণ উপকরণ বিক্রীর হার বেড়েছে বহুগুণ। শায়েস্তাগঞ্জ শহরের নামী দামী বিপনী বিতানের পাশাপাশি ফুটপাতে শীতবস্ত্র বিক্রির দোকানগুলোতে নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা ভীড় জমাচ্ছেন প্রতিদিন।
এ সময়ে বিভিন্ন সংস্থা কর্তৃক সহমর্মিতা প্রকাশের প্রত্যয়ে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠান হচ্ছে কতিপয় অডিটরিয়ামে। প্রায় প্রতিদিনই এসব সংবাদ দেখা যায় পত্রিকার পাতায়। ব্যক্তি উদ্যোগেও শীত নিবারণ উপকরণ বিতরণ হচ্ছে তবে তা খুবই সীমিত পরিমানে। সংস্থা ও প্রতিষ্ঠান কর্তৃক অডিটরিয়ামে বিতরণকৃত ওই সব শীতবস্ত্র সবাই নিজ নিজ মুখচেনা মানুষদের মধ্যে বিতরণ করে থাকেন। ফুটপাতে ও রেল স্টেশনের প্লাটফরমে যারা রাত্রিযাপন করেন তারা বরাবরই ওই সমস্থ বিতরণ কার্যক্রম থেকে বঞ্চিত হন।
সরজমিনে দেখা যায়, তীব্র শীতের মধ্যেও রেল স্টেশনের প্লাটফরমে অনেকেই মানবেতর জীবযাপন করছেন। শীত নিবারণের ছেড়া কাঁথা কম্বল মুড়ি দিয়ে শীতে কাঁপছে ওই মানুষগুলো। আলাপকালে প্লাটফরমের শুয়েথাকা মরমআলী জনালেন তার দুঃখের কথা। স্বল্প আয়ের মানুষ তিনি দিনমজুরের কাজ করেন, এ আয় দিয়ে প্রয়োজনীয় খাবার কিনে, শীতের পোষাক ও কম্বল কেনা তার পক্ষে সম্ভব হচ্ছেনা। তাই এই শীতে অতি কষ্টে আছেন।
এই সময়ে প্রয়োজন আমাদের চারিপাশের হত দরীদ্র অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা, শীত নিবারণ বস্ত্র বিতরণ করা। আর এ কাজে সহযোগীতা করতে পারেন আমাদের সমাজের বিত্তবান ও সম্পদশালী মানুষরা এটাই সকলের প্রত্যাশা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj