স্টাফ রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৩ আসনে এমপি আবু জাহিরের নৌকার প্রচারণায় মাঠে-ঘাট চষে বেড়াচ্ছেন মহিলা আওয়ামী লীগ নেত্রীরা। বিভিন্ন স্থানে সভা-সমাবেশ এবং প্রচারণায় তারা বিগত ১০ বছরে এই আসনে সম্পন্ন হওয়া উন্নয়নের বর্ণনা তুলে ধরছেন প্রতিদিন।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে অংশ নেন জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রীরা।
সভায় তারা বলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির গত ১০ বছরে শেখ হাসিনা মেডিকেল কলেজ, আঞ্চলিক মহাসড়কে বলভদ্র নদীর উপর সেতু নির্মাণ করে ঢাকা-সিলেট মহাসড়কে ৩৫ কিলোমিটার দূরত্ব কমিয়ে আনা, আড়াইশ’ শয্যার হাসপাতাল, ১০ তলা বিশিষ্ট জুডিসিয়াল ভবন, আধুনিক স্টেডিয়াম নির্মাণসহ ব্যাপক উন্নয়ন সম্পন্ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও এমপি আবু জাহিরকে নির্বাচিত করার আহবান জানান তারা। এ সময় উপস্থিত সহশ্রাধিক নারী হাত তুলে সমর্থন জানান এবং নৌকায় ভোট দেয়ার অঙ্গীকার করেন।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও এ আসনে মহাজোট মনোনিত নৌকার প্রার্থী এডভোকেট মোঃ আবু জাহিরের সহধর্মিনী আলেয়া আক্তার। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট আবুল কালামের সভাপতিত্বে সভায় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফরিন আক্তার প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন রিয়াজ আহমেদ এবং গীতা পাঠ করেন জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি রেবা চৌধুরী। এ সময় মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নারী নেত্রীরা ব্রহ্মনডুরা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ আয়োজিত এমপি আবু জাহিরের সমর্থনে নির্বাচনী প্রচারণা সভায় বক্তৃতা করেন।
মহিলা আওয়ামী লীগ নেত্রী রানু বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আলেয়া জাহির। এছাড়াও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইসমত আরা জলি, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট পারভীন আক্তার, জেলা যুব মহিলা লীগ সভাপতি মেহেরুন নেছা মজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা পরিষদ সদস্য রওশন আরা ভূইয়া লাকী, ফাতেমাতুজ জোহরা রিনা, সালেহা বেগম চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেত্রী শারমীন আক্তার, যুব মহিলা লীগের সহ সভাপতি তাহমিনা বেগম, মহিলা নেত্রী সাবিনা চৌধুরী, খোদেজা বেগম, মহিলা মেম্বার কলম চান, মোমেনা খাতুন প্রমুখ। ্সেখানেও সহশ্রাধিক নারীরা হাত তুলে এমপি আবু জাহিরকে সমর্থন জানান এবং নৌকায় ভোট ধেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj