শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ থেকে ॥ বিজয় দিবস কিংবা যে কোন উৎসবের সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জাতীয় পতাকা।
১৬ ডিসেম্বর বাংগালীর জাতীয় জীবনে সবচেয়ে বড় উৎসবের দিন। শুধু উৎসবের দিনই নয় শোকের দিনেও জাতীয় পতাকার সর্বত্র ব্যবহার হয়ে থাকে। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি হত্যা দিবস। এই দুইটি দিনকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারো শায়েস্তাগঞ্জের পথে-ঘাটে ছোটখাটো কিংবা ফেরি করে পতাকা বিক্রির ধুম পড়েছে। এবারও ডিসেম্বর মাসের শুরু থেকেই শায়েস্তাগঞ্জের ছোট-বড় রাস্তা ও পাড়া-মহল্লায় মৌসুমি ফেরিওয়ালারা পতাকা বিক্রি শুরু করেছেন। এদের বেশিরভাগই ভাসমান পেশাজীবী শ্রেণির মানুষ।
তেমনি একজন পতাকা বিক্রেতা মোঃ মহসিন মিয়া। তার বাড়ি বানিয়াচং জেলায়। তিনি জানান, বছরের অন্যান্য সময় নির্মান শ্রমিকের কাজ করেন। কোন দিবস এলেই কয়েকদিন আগ থেকে বিভিন্ন জেলায় গিয়ে পতাকা বিক্রির কাজ করেন মহসিন মিয়া। তিনি বলেন, বেচা-বিক্রি এখনও জমে উঠেনি। তবে দুই একদিনের মধ্যে পুরোদমে বিক্রির ধুম পড়বে।
শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ এলাকায় পতাকা বিক্রি কালে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় মহসিনের। তিনি জানান, ৬ ফুট বাই সাড়ে ৩ ফুট একটি পতাকা বিক্রি করেন ১৫০ থেকে ২০০ টাকায়। ৫ ফুট বাই ৩ ফুট পতাকার দাম ১০০ থেকে ১৫০ টাকা। এছাড়া প্রতিটি ১ ফুট স্টিক পতাকার দাম ১০ থেকে ১৫ টাকা। হাত ও মাথার ব্যান্ড ১০ থেকে ২০ টাকায় বিক্রি করেন। অন্যদিকে, আরেক ক্ষুদে পতাকা বিক্রেতা রাজন মিয়া । সে বলে, আমি কোন সময় পতাকা বেচি না (বিক্রি করিনা) আমার আব্বায় আমারে আইন্ন দিছইন এটা বেচার লাইগগা। (আমার বাবায় আমাকে বিক্রির জন্য এনে দিয়েছেন) বিক্রি কেমন হয় তাকে জিজ্ঞেসা করলে সে বলে, দিনে ৪০০ থেকে ৫৫০ টাকার বিক্রি হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj