হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের ৪টি আসনে ২৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পাওয়ার পরপরই নির্বাচনী মাঠে নেমে পড়েন প্রার্থীরা। জনগণের দ্বারে দ্বারে গিয়ে শুরু করেন গণসংযোগ।
প্রার্থীরা হচ্ছেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) গাজী মোহাম্মদ শাহনওয়াজ (নৌকা), ড. রেজা কিবরিয়া (ধানের শীষ), মোহাম্মদ আতিকুর রহমান আতিক (লাঙ্গল), চৌধুরী ফয়সল শোয়েব (মই), মো. নূরুল হক (গামছা), জুবায়ের আহমেদ (মোমবাতি)।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) মো. আব্দুল মজিদ খান (নৌকা), মাওলানা আব্দুল বাছিত আজাদ (ধানের শীষ), শংকর পাল (লাঙ্গল), মনমোহন দেবনাথ (গামছা), পরেশ চন্দ্র দাশ (আম), আবুল জামাল মসউদ হাসান (হাতপাখা), আফছার আহমদ রূপক (সিংহ)।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) মো. আবু জাহির (নৌকা), জি কে গউছ (ধানের শীষ), মোহাম্মদ আতিকুর রহমান আতিক (লাঙ্গল), মহিব উদ্দিন আহমেদ সোহেল (হাতপাখা), পীযুষ চক্রবর্তী (কাস্তে)।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) মাহবুব আলী (নৌকা), আহমদ আবদুল কাদের (ধানের শীষ), শেখ সামছুল আলম (হাতপাখা), সোলায়মান খান রাব্বানী (মোমবাতি), আনছারুল হক (গোলাপ ফুল)।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj