স্টাফ রিপোর্টার ॥ যে কোনও কাজে সফলতার জন্য পুরুষদের পাশাপাশি নারীদেরকেও এগিয়ে আসতে হয়। শুধু পুরুষরা কোনও কাজ করলে কাক্সিক্ষত উন্নয়ন হয় না। উন্নয়নে নারীদেরকে সম্পৃক্ত করতে হয়। হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির নারীদের শিক্ষা, কর্মসংস্থানসহ নারী উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে নতুন উদাহরণ সৃষ্টি করেছেন। এর আগে হবিগঞ্জের কোনও জনপ্রতিনিধি এভাবে নারীদেরকে সামনে এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেননি। তার এই কাজের প্রতিদান দেয়ার সময় এসেছে এখন। বিজয় দিবসের চেতনাকে বুকে ধারণ করে বিজয়ের মাসেই যেভাবে, বাংলার ধামাল ছেলেরা বিজয়ের পতাকা উড়িয়েছিলেন; সকলে মিলে ৩০ ডিসেম্বর নৌকার বিজয়ের পতাকা উড়াতে চাই আমরা।
মহান বিজয় দিবস উপলক্ষে লুকড়া ইউনিয়নে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় নারী নেত্রীরা এসব কথা বলেন।
তারা আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এডভোকেট মোঃ আবু জাহির হবিগঞ্জে উন্নয়নের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই উন্নয়ন অব্যাহত রাখতে প্রতিটি নারীকে ঘরে ঘরে গিয়ে নৌকার উন্নয়নের বার্তা পৌছে দিতে হবে। পাশাপাশি অপপ্রচারকারীরা যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে সেদিকেও নজর রাখতে হবে সবাইকে। মহিলা আওয়ামী লীগের নেত্রীদেরকে এই নির্বাচনে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করতে হবে।
বিগত ১০ বছরে এমপি আবু জাহিরের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুরে ধরে আবারো তাকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান মহিলা আওয়ামী লীগ নেত্রীরা। এ সময় উপস্থিত সহশ্রাধিক নারী হাত তুলে তাদের বক্তব্যের প্রতি সমর্থন জানান এবং দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে এমপি আবু জাহিরকে নির্বাচিত করার অঙ্গীকার করেন।
লুকড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আমিনা খাতুনের সভাপতিত্বে ও জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি রেবা চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আলেয়া জাহির।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমত আরা জলি, সহ সভাপতি শাহানারা চৌধুরী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট পারভীন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা যুব মহিলা লীগের সভাপতি মেহেরুন নেছা মজু, জেলা পরিষদ সদস্য রওশন আরা ভূইয়া লাকী, ফাতেমাতুজ জোহরা রিনা, লুকড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী জরিনা চৌধুরী, লুৎফা বেগম, জোসনা আক্তার, মোছাঃ রোকেয়া আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন তাহমিনা চৌধুরী, সাবিনা চৌধুরীসহ মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাসিয়া বেগম এবং খোকন রানী দাশ। অনুষ্ঠান প্রধান অতিথিসহ অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান লুকড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রীরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj