মোঃ রহমত আলী ॥ একাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার ৪টি আসনে ১৪লাখ ২৫ হাজার ৫৫৪ জন ভোটার স্বস্ব ভোট তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারবেন।
হালনাগাদে জেলায় প্রায় অর্ধলক্ষাধিক ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে পুরুষের তুলনায় নারী ভোটার সংখ্যা বেশি। পুরুষ ভোটার সংখ্যা ৭লাখ ১০হাজার ৩৫৯জন এবং নারী ভোটার ৭লাখ ১৫হাজার ২৬৫জন। হিসেবে জেলায় ৪হাজার ৯শ ৬জন নারী ভোটার বেশি। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, চলতি বছর পর্যন্ত চুড়ান্ত ভাবে উল্লেখিত সংখ্যক ভোটারকে নিবন্ধনে যুক্ত করা হয়েছে।
সূত্রে জানায়, ২০১৭ সালের পূর্বের হালনাগাদের ভোটার সংখ্যা ছিল জেলায় ১৩লাখ ৭১ হাজার ৪৭১জন। কিন্তু চলতি বছরের হালনাগাদে ৫৪ হাজার ৮৩ জন ভোটার বৃদ্ধি পেয়ে এর সংখ্যা দাড়িয়েছে ১৪লাখ ২৫ হাজার ৫৫৪জন। সূত্রে আরও জানায়, একাদশ সংসদ নির্বাচনে উল্লেখিত ভোটার তাদের পছন্দে প্রার্থীকে ভোট দিতে নির্বাচনে অংশ নিতে পারবেন।
উপজেলাওয়ারী হালনাগাদ ভোটার সংখ্যা হলো বাহুবল উপজেলায় পুরুষ ভোটার ৬৪হাজার ৯শ ৮৬জন, মহিলা ৬৩হাজার ৭শ ৫০জন। নবীগঞ্জ উপজেলায় পুরুষ ভোটার ১লাখ ১৫হাজার ৮শ ৩০জন, মহিলা ভোটার ১লাখ ২০ হাজার ৩শ ৭৩জন। বানিয়াচং উপজেলায় পুরুষ ভোটার ১লাখ ১০ হাজার ৬শ ৬২ জন, মহিলা ১লাখ ১৫হাজার ৩শ ৩৭জন। আজমিরীগঞ্জ উপজেলায় পুরুষ ভোটার ৩৯ হাজার ১০২জন, মহিলা ৩৮হাজার ৮শ ৭৭জন। হবিগঞ্জ সদর উপজেলায় পুরুষ ভোটার ৮৯হাজার ১শ ২৯জন, মহিলা ৮৭হাজার ৭শ ২জন। লাখাই উপজেলায় ৫১হাজার ৯শ ৪৩জন। শায়েস্তাগঞ্জ উপজেলায় পুরুষ ভোটার ২২হাজার ৬শ ৪৪জন, মহিলা ২৩হাজার ৩৭জন। চুনারুঘাট উপজেলায় পুরুষ ভোটার ১লাখ ১ হাজার ৬শজন , মহিলা ১লাখ ৩হাজার ৯শ ৪১জন। মাধবপুর উপজেলায় পুরুষ ভোটার ১লাখ ১১ হাজর ৪শ ৩ জন ও মহিলা ১লাখ ১০ হাজার ২শ ৪০ জন ভোটরকে নিবন্ধণ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj