হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের ৪টি আসনে মোট ৩১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বুধবার বিকেল ৫টা পর্যন্ত এসব প্রার্থী রিটার্নিং অফিসারের নিকট এসব মনোনয়ন পত্র দাখিল করেন।
তারা হচ্ছেন হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের শাহ নেওয়াজ মিলাদ গাজী, গণফোরাম প্রার্থী ড. রেজা কিবরিয়া, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, বিএনপির শেখ সুজাত মিয়া, জাতীয় পার্টির মো. আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র জাপা দলীয় বর্তমান এমপি এমএ মুনিম চৌধুরী বাবু, কৃষক শ্রমিক জনতা লীগের নূরুল হক, ইসলামীক ফ্রন্টের মুফতি বদরুর রেজা সেলিম, বাসদের ফয়ছল শোয়েব, ইসলামী আন্দোলনের আবু হানিফা আহমদ হোসেন।
হবিগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি মো. আব্দুল মজিদ খান, বিএনপির ডা. সাখাওয়াত হাসান জীবন ও মো. জাকির হোসেন, জাতীয় পার্টির শংকর পাল, জমিয়তে উলামায়ে ইসলাম মাওলানা আব্দুর রব ইউসুফী, কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ, ন্যাশনাল পিপলস পার্টির পরেশ চন্দ্র দাশ, ইসলামী আন্দোলনের এজে মাশউদ হাসান।
হবিগঞ্জ-৩ আসনে বর্তমান এমপি আওয়ামী লীগ দলীয় মো. আবু জাহির, বিএনপি দলীয় জি কে গউছ ও মো. এনামুল হক সেলিম, জাপার মো. আতিকুর রহমান আতিক, সিপিবির পিযুষ চক্রবর্তী, গণফোরামের চৌধুরী আশরাফুল বারী নোমান, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল কাদির, ইসলামী আন্দোলনের মহিব উদ্দিন আহমেদ সোহেল।
হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি মাহবুব আলী, বিএনপির সৈয়দ মো. ফয়ছল, ইসলামীক ফ্রন্টের মুফতি এমএ মুমিন, ইসলামী আন্দোলনের শেখ সামছুল আলম ও খেলাফত মজলিসের মহা-সচিব ড. আহমদ আব্দুল কাদের।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদল কবীর মুরাদ জানান, প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছে। আশা করি শান্তিপুর্ণ ভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj