এস এইচ টিটু,সৌদিআরব থেকে : সৌদি আরবের জেদ্দা বৃহস্পতিবার( ২৬ মার্চ) বাংলাদেশের সাথে মিল রেখে কন্সুল্যাটে পালিত হয়েছে ৪৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
সৌদি স্থানীয় সময় সকাল ৮ ঘটিকায় কনস্যুলেটে উপস্থিত কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ এবং জেদ্দার ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্খীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর বানী পাঠ করে শুনান যথাক্রমে শ্রম কাউন্সিলর মোকাম্মেল হোসেন ও পাসপোর্ট কাউন্সিলর আছিয়া খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম বলেন, ২৬শে মার্চ আমাদের জাতির আত্মপরিচয় অর্জনের দিন, পরাধীনতার শিকল ভাঙ্গার দিন।
স্বাধীনতা দিবসের মাহেন্দ্রক্ষণে তিনি গভীর ভাবে শ্রদ্ধা জানান বাঙালি জাতির মুক্তি সংগ্রামের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এছাড়া তিনি মুক্তিযুদ্ধের বন্ধু-সুহৃদ, বিশাল হৃদয় বিদেশি বন্ধুদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
এছাড়া তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্বদান কারী জাতীয় চার নেতা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কারী সকলকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
আলোচনা শেষে জেদ্দাস্থ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেদ্দা ক্রাউন হোটেলে জেদ্দাস্থ বাংলাদেশ কন্সুল্যাট বিভিন্ন দেশের কূটনৈতিক ও প্রবাসী বিশিষ্ট নাগরিকদের সন্মানে আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj