ডেস্ক: সিলেট-ঢাকা-সিলেট রুটে ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে সান্ধ্যকালীন ফ্লাইট। দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দাবির প্রেক্ষিতে এ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সাথে সিলেট চেম্বারের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে ওয়াচ টাওয়ারে জনবল সংকট দূরীকরণের মাধ্যমে সিলেট-ঢাকা-সিলেট রুটে সান্ধ্যকালীন ফ্লাইট প্রতিদিন চালু রাখার দাবি জানালে মুখ্য সচিব সিলেট চেম্বারের এ দাবির ভিত্তিতে প্রতিদিন ফ্লাইট চালুর ব্যাপারে আশ্বস্ত করেন।
এরই প্রেক্ষিতে ১ ডিসেম্বর থেকে সিলেট-ঢাকা-সিলেট রুটে প্রতিদিন সান্ধ্যকালীন ফ্লাইট চালু হবে।
সিলেট চেম্বারের সভাপতি জনাব খন্দকার সিপার আহমদ সিলেট-ঢাকা-সিলেট রুটে প্রতিদিন সান্ধ্যকালীন ফ্লাইট চালুর জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, প্রতিদিন সান্ধ্যকালীন ফ্লাইট চালুর ফলে সিলেটে বিনিয়োগকারীদের এবং সরকারী চাকুরীজীবীদের যাতায়াত সহজতর হবে এবং সিলেটে বিনিয়োগ ও পর্যটন বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর সিলেট-ঢাকা-সিলেট রুটে সান্ধ্যকালীন ফ্লাইট চালু হয় এবং বর্তমানে এই ফ্লাইট সপ্তাহে পাঁচদিন চালু রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj