বিশেষ প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষ মুহূর্তে এসে পণ্ড হয়ে গেল।
অনুষ্ঠান অসম্পূর্ণ রেখেই অশ্রুসিক্ত নয়নে অনুষ্ঠান স্থাল ত্যাগ করলেন সংরক্ষিত মহিলা আসনের সরকার দলীয় সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টার দিকে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠান চলাকালে কেয়া চৌধুরী এমপি’র সাথে সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আহমেদ আওলাদের অসৌজন্যমূলক আচরণকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে।
যথারীতি উক্ত অনুষ্ঠানে পূর্ব নির্ধারিত প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের সরকার দলীয় সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বৃহস্পতিবার বেলা ২টার দিকে সংবর্ধনাস্থল উপজেলা পরিষদ সভাকক্ষে উপস্থিত হন।
কিন্তু উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই অনুষ্ঠানে না আসায় অনুষ্ঠান বিলম্বিত হতে থাকে। এক পর্যায়ে সদর ইউনিয়ন চেয়ারম্যান নজমুল হোসেন চৌধুরী উপস্থিত হয়ে জানান যে, ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে আলিফ-সোবহান চৌধুরী ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের দায়েরকৃত মামলা ঘটনাটি নিষ্পত্তি না হওয়ায় কলেজ গভর্ণি বডির সভাপতি কেয়া চৌধুরী এমপি’র অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আসবেন না বলে জানিয়েছেন। এ অবস্থায় বর্ষিয়ান রাজনীতিবিদ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান নজমুল হোসেন চৌধুরী কলেজের ওই ঝামেলাটি নিষ্পত্তির অনুরোধ জানান। এক পর্যায়ে এমপি কেয়া চৌধুরী মাইক হাতে নিয়ে, কলেজের ওই ঘটনাটির ব্যাখ্যা দেন।
এ সময় তিনি বলেন, গত বছর জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হবিগঞ্জে অনুষ্ঠিত জনসভায় আলিফ-সোবহান চৌধুরী ডিগ্রি কলেজের প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পরদিন পূর্ব নির্ধারিত কলেজ গভর্ণিং বডির সভা ও পরীক্ষা চলাকালে একদল যুবক শ্লোগান দিতে দিতে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রছাত্রীর পরীক্ষার হল থেকে বের দিয়ে ভাংচুর চালায়। আমিসহ গভর্ণিং বডির সদস্যরা খোজ নিয়ে জানতে পারি, ছাত্রলীগ, ছাত্রদল ও শিবিরের কথিপয় ছাত্র ‘প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে কেন কলেজ ছাত্রছাত্রীদেরকে নেয়া হলো, কেয়া চৌধুরী জবাব চাই’ এ জাতীয় শ্লোগান দিতে দিতে ভাংচুর চালিয়েছে। এ কথা শুনে কয়েকজন শিক্ষক গিয়ে তাদের নিবৃত করেন। আবার গভর্ণিং বডি’র সভা শুরু হয়। কিছুক্ষণ পর আবার এক শিক্ষক সভায় এসে জানান কিছু যুবক লাঠিসোটা হাতে নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করছে।
এ খবর শুনার পর আমি গভর্ণিং বডি’র সদস্যদের নিয়ে কলেজ ক্যাম্পাসের রাস্তায় আসি। এ সময় উত্তেজিত যুবকদের আমি নিবৃত করার চেষ্টা করি এবং আমার সাথে আলোচনায় বসতে আহ্বান জানাই। কিন্তু তারা আমার কথায় কর্ণপাত না করে বিক্ষোভ প্রদর্শন করে চলে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হন কলেজের সাধারণ ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও সচেতন লোকজন। পরবর্তীতে গভর্ণিং বডি বাধ্য হয়ে ওইসব উশৃঙ্খল যুবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদী হয়ে কয়েকজন যুবকের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন।
এমপি কেয়া চৌধুরী আরও বলেন, ওই মামলার বাদী আমি নই। আমি কোন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করিনি, করতে পারি না। পরবর্তীতে বিষয়টি গভর্ণিং বডি’র সাথে আলোচনা সপেক্ষে নিষ্পত্তির উদ্যোগ নিতে নজমুল হোসেন চৌধুরীকে অনুরোধ জানান কেয়া চৌধুরী।
পরে নজমুল হোসেন চৌধুরীর অনুরোধে প্রায় দেড় ঘন্টা পর সভাস্থলে উপস্থিত হন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক-এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়-এর পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেয়া চৌধুরী এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান নজমুল হোসেন চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী টেনু, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর।
ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়ার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আহমেদ আওলাদ, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, ইনসাফ আলী মাস্টার, নায়েক আবুল হোসেন, উপজেলা উলামালীগ সভাপতি শফিকুল ইসলাম, কৃষকলীগের সভাপতি মখলিছুর রহমান ও ছাত্রলীগ নেতা ফখরুল প্রমুখ।
শেষ পর্যায়ে প্রধান অতিথি তার বক্তৃতায় মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনারা রণাঙ্গনে আমার পিতা কমান্ড্যান্ট মানিক চৌধুরীকে সহযোগিতা করেছিলেন বলেই আজ তিনি বিরল সম্মাননা পেলেন। এ কৃতিত্বের অংশিদার আপনারাও।
তিনি বলেন, আপনারা দেশকে স্বাধীন করেছিলেন বলে আজ আমরা স্বাধীনতা ও বিজয় দিবসে উৎসব করি। তাই আপনারা জাতির শ্রেষ্ট সন্তান, আপনাদের জানাই বিনম্র শ্রদ্ধা।
তিনি বলেন, আমি এখানে কোন গ্রুপিং এর রাজনীতি করতে আসিনি। আমি কোন গ্রুপের না। আমাকে ওই সমস্ত বিষয়ে জড়াবেন না। আমি দেখেছি আমার জন্মস্থান বাহুবল অনেকটাই অনগ্রসর। এ জনপদের মানুষ অনেক সুবিধাই পায় না, সরকারি সুবিধাগুলো এখান থেকে অন্যত্র কেটে নেয়া হয়। বরাবরই বঞ্চিত করা হয় এ জনপদের মানুষকে। আমি এর অবসান চাই। আমি চাই এ জনপদকে একটি উন্নত, সমৃদ্ধ জনপদে পরিণত করতে। এ জন্য সকলের সহযোগিতা দরকার। আপনারা আমাকে সহযোগিতা করলে বাহুবলকে আমি উন্নত-আধুনিক বাহুবলে রূপান্তরিত করতে চাই। বক্তৃতার এক পর্যায়ে তিনি আলিফ-সোবহান চৌধুরী কলেজের প্রসঙ্গ টেনে বলেন, আমার পিতা একজন বিদগ্ধ রাজনীতিবিদ ছিলেন। তিনি কখনও সন্ত্রাস ও সন্ত্রাসীকে প্রশ্রয় দেননি এবং অন্যায়ের কাছে মাথা নত করেননি।
তিনি বলেন, আমি আওয়ামীলীগের রাজনীতি করি, জাতির পিতা বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার রাজনীতি করি। আমার নেত্রী বলেছেন, সন্ত্রাসীর কোন দল নেই, সন্ত্রাসীদের কোন দল থাকতে পারে না। তাদের কঠোর হাতে দমন করতে হবে। নতুবা আমাদের সকল অর্জন ধুলিস্মাৎ হয়ে যাবে।
বক্তৃতার এক পর্যায়ে তিনি আলিফ-সোবহান চৌধুরী কলেজের ওই ঘটনায় জড়িতদের সমালোচনা করেন।
এমপি কেয়া চৌধুরীর বক্তৃতা চলাকালে মঞ্চে দাঁড়িয়ে প্রতিবাদ জানান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই।
এ সময় তার প্রতিবাদকে সমর্থন করে আওয়ামীলীগ নেতা শাহ আহমেদ আওলাদ উত্তেজিত হয়ে কেয়া চৌধুরী এমপিকে উদ্দেশ্য করে বলেন, ‘তুই কে, বক্তৃতা বন্ধ করবি কী না বল?’ তার এ অসৌজন্যমূলক আচরণে সভাস্থলে হট্টগোল শুরু হয়।
শাহ আহমেদ আওলাদকে তেড়ে আসেন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও অন্যান্য অতিথিরা।
এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী সহ অতিথিরা পরিস্থিতি শান্ত করেন।
পরে আবার কেয়া চৌধুরী বক্তৃতা দিতে শুরু করে বলেন, কিছুদিন পূর্বে এখানে আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানগণ আমাকে বর্জন করেছিলেন। সে দিনটির সাথে আজকের দিনটিকে আমি স্মরণ রাখব।
তিনি বলেন, আমি আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাকে ধর্য্য ধরার ক্ষমতা দেন। এ কথা বলেই কেয়া চৌধুরী এমপি কান্নায় ভেঙে পড়েন। এরপর কান্না জড়িত কণ্ঠে বক্তৃতা শেষ করে নিজ আসনে বসে পড়েন তিনি।
এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে শাহ আহমেদ আওলাদকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইলে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও কোন কোন অতিথি এর প্রতিবাদ করেন। এ সময় কেউ কেউ শাহ আহমেদ আওলাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এতে পূনরায় হট্টগোল সৃষ্টি হলে কেয়া চৌধুরী এমপি সভাস্থল ত্যাগ করেন। তিনি সভাস্থল ত্যাগ করার পর সংবর্ধনা অনুষ্ঠান কার্যত পন্ড হয়ে যায়। মুক্তিযোদ্ধারাও সভাস্থল ত্যাগ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj