চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের চৌধুরীগাঁও জুনিয়র মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকাল ৩টায় চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউপি’র চৌধুরীগাঁও রাইছমিল সংলগ্ন মাঠে শক্তিশালী রিয়াজ একাদশ বনাম জমাদারগাঁও একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় ট্রাইবেকারে রিয়াজ একাদশ ১-০ গোলে বিজয়ী হয়েছে এবং জমাদারগাঁও একাদশ রানার্সআপ হয়েছে। খেলা শেষে বিশিষ্ট মুরুব্বি মোঃ আঃ রহিমের সভাপতিত্বে এক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রানীগাঁও ইউনিয়নবাসীর প্রিয়মুখ সাবেক ছাত্রনেতা, বর্তমান চুনারুঘাট উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির জয়েন্ট সেক্রেটারী সাংবাদিক ফারুক মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য প্রবাসী জাবেদ, আওয়ামীলীগ নেতা ইমান আলী, আব্দুল্লাহ, মুরুব্বি আব্দুল গাফফার, আব্দুর রহিম, আঃ কাইয়ুম। যুবলীগ নেতা হাবিবুর রহমান চৌধুরীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- যুবনেতা জাবেদ আহমদ, কে.এম লুৎফুর রহমান, আরিবিল্লাহ সাগর, ফাহমিদুল ইসলাম ফাহিম, ছাত্রসেনা নেতা আল-আমিন সরকার, ওয়ার্ড যুবলীগ সেক্রেটারী সোহেল চৌধুরী, আবদাল শরীফ, মোল্লা এমরান, নূরুজ্জামান জাবেদ, পাভেল, আশিক চৌধুরী, সেতু, বিল্লাল, রিফাত, কবির, নিরব, জুবায়ের, সোহাগ, লোকমান সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, খেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ছাত্র ও যুবকরা। এতে প্রায় ৬ শতাধিক দর্শনার্থীরা খেলাটি উপভোগ করেন।
পরে বিজয়ী রিয়াজ একাদশের অধিনায়কের হাতে প্রধান অতিথি যুবলীগ নেতা সাংবাদিক ফারুক মাহমুদ সহ অন্যান্য অতিথিবৃন্দরা আকর্ষণীয় ট্রফি তুলে দেন ও রানার্স আপ দলকেও আকর্ষণীয় ট্রফি প্রদান করা হয়। উক্ত টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেছিল।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj