নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে মামুন মিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটককৃতরা হল,মো:কাউসার মিয়া(৩০)পিতা সাবেক ইউপি মেম্বার নরুল ইসলাম গ্রাম শুলজুরা এবং অন্যজন মো:রুয়েল মিয়া,মৌলভীবাজার জেলা।
শুক্রবার (২৬ অক্টোবর)সকালে অলিপুরের আব্দুল আহাদ মিয়ার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মামুন হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের কান্দিগাও গ্রামের মৃত নূর আলী সরদারে ছেলে এবং সদর উপজেলা কৃষক লীগ সভাপতি জামাল সর্দারের ছোট ভাই।
জানা যায়,মামুন মিয়া অলিপুরে প্রাণ আরএফএল গ্র“পে কর্মরত ছিলেন।বাড়ি থেকে গিয়ে অফিস করতেন।তবে প্রায়ই অলিপুরের উল্লেখিত বাসাটিতে যেতেন।গতবৃহস্পতিবার দিবাগত রাতে সহকর্মীদের নিয়ে ওই বাসায় রাত্রী যাপন করেন। শুক্রবার সকালে স্থানীয় লোকরা মামুনের মরদেহটি বাসার গেটে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে স্থানীয়রা জানায়,নিহত মামুনের জিহ্বায় কামড় দেয়া অবস্থায় ছিল এবং মৃতদেহ যেভাবে গেইটের সামনে পড়ে রয়েছিল দেখে মনে হয়না স্বাভাবিক মৃত্যু।মৃত মামুন মিয়ার পরিবারের সঙ্গে আলাপ করলে তারা জানান আমার ভাইকে পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে,আমরা প্রাশনের কাছে দাবী তদন্ত সাপেক্ষ্যে মূল হত্যা কারীকে গ্রেফতার করা হউক।এটি একটি হত্যা,গেইটের সামনে উপুর হয়ে পড়ে রয়েছে আমার ভাইর মৃতদেহ এইটা স্বাভাবিক মৃত্যু নয়।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরজমিনে গিয়ে দেখাযায়,নিহত মামুনের মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পরলে এলাকাটা নিসত্মব্ধ হয়ে যায়,যেন শোকের ছায়া নেমে আসে।হাজার হাজার মুসল্লীদের অংশগ্রহনের শেষে বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj