বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজটি ঐকান্তিক প্রচেষ্ঠায় সরকারিকরণ করায় এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপিকে সংবর্ধনা দিল কলেজ গভর্নিং বডি।
গতকাল শনিবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এক জমকালো আয়োজনের মাধ্যমে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপত্বিতে এবং প্রভাষক আব্দুল হাই ও প্রভাষক আপ্তাব উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, রশিদপুর গ্যাস ফিল্ডের এডমিন প্রশাসন গোলাম রাব্বানী মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসকার আলী, মুক্তিযোদ্ধা ডা. আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমার চৌধুরী টেনু, দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুলের সভাপতি অলিউর রহমান অলি, এফ এন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মীর মাহমুদুল হাসান, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সেচ্ছাসেবক লীগের আহবায়ক ফারুকুর রশিদ, মোঃ মানিক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক মোঃ শামীনুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক রাহেলা আক্তার, জেলা নিরাপদ সড়ক চাই আন্দোলনের আহ্বায়ক এম আর মামুন, সহকারি অধ্যাপক আলহাজ্ব হোসাইন আহমদ, প্রভাষক আইয়ুব আলী, ফয়সল আহমেদ, কাউসার আহমেদ, মোঃ মাসুক মিয়া, অনুপম ভদ্র প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মোঃ ফজলুর রহমান।
অনুষ্ঠানের শুরুতেই কলেজ সরকারিকরণে আনন্দে শোভাযাত্রা বের করে মিরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়। শেষে প্রধান অতিথি কমান্ডেট মানিক চৌধুরী আইসিটি ভবন ম্যুরাল ও গভনিং বডির স্মৃতি ফলকসহ নানাবিধ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj