স্টাফ রিপোর্টার ॥ উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে ব্যাপক প্রচারাভিযান চালিয়েছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি-৫৫’র একটি স্টলে মেলার প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত হবিগঞ্জের তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিতমূলক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে।
এছাড়াও অবৈধপথে সীমান্ত পাড়ি দেয়া, নারী শিশু পাচার এবং সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে জনগণকে সচেতন করা হয়। স্টল থেকে বিতরণ করা হচ্ছে বিজিবি’র মাধ্যমে সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের তথ্য সংবলিত বিভিন্ন লিফলেট।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এম জাহিদুর রশিদ জানান, মাদক নির্মলে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন বিজিবি’র সদস্যরা। মাদকের ভয়াবহত রোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও টহল তৎপরতার মাধ্যমে সীমান্তে কঠোর নজরদারী অব্যহত রয়েছে। এছাড়াও বিজিবি’র ব্যবস্থাপনায় ‘আলোকিত সীমান্ত’ প্রকল্পের আওতায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বিজিবি’র সীমান্ত ব্যাংক বিভিন্ন জেলা শহরে ১৩টি শাখা হতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় বিজিবিকে শক্তিশালী করার লক্ষ্যে এডহক রিজিয়নসহ ৫টি রিজিয়ন, ৪টি নতুন সেক্টর ও ১৫টি নতুন ব্যাটালিয়ন সৃজন করা হয়েছে। বিগত ৯ বছরে ৭ হাজার ২০০ কোটি টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালান দ্রব্য আটক করেছে বিজবি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj