স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তানগরে ২৪টি দলের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে শায়েস্তানগর মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক নুরুল আমীন ওসমান। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন শায়েস্তানগরের পঞ্চায়েত প্রধান শহিদুর রহমান লাল।
শায়েস্তানগর যুব সংঘের আহবায়ক রাজু আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব ফেরদৌস আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল হক, মজনু মিয়া, বাচ্চু মিয়া, কাউন্সিলর শেখ উম্মেদ আলী শামীম, আব্দুল মোতালিব স্বপন, শফিকুর রহমান সেতু, মোঃ রায়হান, নাসিম প্রমুখ।
টুর্নামেন্টে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ২৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে সূর্যতরুণ এবং টপ ইন টাউন খেলা ১-১ গোলে ড্র হয়। খেলা পরিচালনা করেন আব্দুল মতিন, বিলাল মিয়া ও মাহমুদুল হাসান।
উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সমাজসেবক নুরুল আমীন ওসমান বলেন, মাদক, সন্ত্রাসসহ সবধরণের অপরাধমুক্ত সমাজগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খেলাধূলা। বর্তমান সরকার সারাদেশে খেলাধূলার প্রসারে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। শায়েস্তানগরে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখবে বলে মনে করেন তিনি। এ সময় শায়েস্তানগর গ্রামের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের জন্য ১ লাখ টাকার অনুদান ঘোষণা করেন নুরুল আমীন ওসমান। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোঃ মাসুম মিয়া।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj