স্টাফ রিপোর্টার॥ নির্বাচন কমিশনের ঘোষনাকে উপেক্ষা করে কথিত কমিটি গঠন ও সরকারী-বেসরকারী দপ্তর সহ নানা প্রতিষ্ঠানে ধূমজ্বাল সৃষ্টি দূরীকরনে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি,কে গউছের সাথে এক অবহিতকরন মত বিনিময় পর্বে অংশ নিলেন হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব নের্তৃবৃন্দ।
গত বৃহস্পতিবার (৪-১০-২০১৮ইং) সকালে সংশ্লিস্ট ক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠের জেলা সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিনের নের্তৃত্বে পৌরসভা কার্যালয়ের অফিস কক্ষে এই মতবিনিময়কালে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ক্লাব সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এস এম খোকন, সদস্য ডাঃ শেখ এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুদ্দিন জাবেদ, কোষাধ্যক্ষ শাহ কামাল সাগর, দপ্তর সম্পাদক শাহ মামুনুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ তানভীর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা আক্তার, দৈনিক প্রতিদিনের বানী সিনিয়র স্টাফ রির্পোটার ও বাংলা পত্রিকা টুয়েন্টি ফোর ডট কমের হবিগঞ্জ জেলা প্রতিনিধি নুর-উদ্দিন সুমন, দৈনিক জাতীয় অর্থনীতি সদর উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম ও লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি নিতেশ দেব, সাধারন সম্পাদক সুশীল দাশ, সদস্য আব্দুল মতিন সহ প্রমুখ ব্যক্তিগণ। এসময় ক্লাব নের্তৃবৃন্দ মেয়র জি,কে গউছকে তিন সদস্য বিশিস্ট নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের-২০১৮ ইং কার্যকরী পরিষদের কর্মকর্তা ও সদস্যদের পরিচিতি দিয়ে গুটি কয়েক ব্যক্তি কর্তৃক কথিত কমিটির সদস্যদের সর্ম্পকে সর্তক থাকার অনুরোধ জানানোর পাশাপাশি ক্লাবের অতীত, বর্তমান ও ভবিষ্যত কার্যক্রম নিয়ে তাকে অবহিতকরন সহ তার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করা হয়।
এসময় মেয়র গউছের হাতে ক্লাবের পক্ষ থেকে একটি লিখিত আবেদন তুলে দেয়া হয়। মেয়র গউছও ক্লাব নের্তৃবৃন্দের বক্তব্য অত্যন্ত আন্তরিকতার সাথে শুনেন এবং ভবিষ্যতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। পরবর্তীতে হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভালবাসার প্রতীক হিসেবে রজনী গন্ধা ও গোলাপের সমন্বয়ে এক গুচ্ছ তোড়া তুলে দেন মেয়র গউছের হাতে ক্লাব নের্তৃবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj