বাহুবল প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় বাহুবলে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। তিনদিন ব্যাপ্তির এ মেলাকে ঘিরে উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
এ বিষয়ে বিস্তারিত তোলে ধরে গতকাল বুধবার বিকেলে বাহুবল মডেল প্রেস ক্লাব সাংবাদিকদের ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমজাদ হোসেন ভূঁইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক শামছুদ্দিনসহ ক্লাবের সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার তিনদিনের মেলাকে ঘিরে বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তোলে ধরেন। কর্মসূচির মধ্যে আছে বৃহস্পতিবার সকাল ১১টায় উদ্বোধনী র্যালি, আলোচনা সভা ও উদ্বোধনী সভা, দুপুর ১২টায় কুইজ প্রতিযোগিতা, বিকাল ৩টায় বিতর্ক প্রতিযোগিতা ও সন্ধ্যা ৬টায় প্রামাণ্য চিত্র প্রদর্শনী। শুক্রবার সকাল ১১টায় আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের উপস্থাপনায় “বাহুবল উপজেলার শিক্ষার হার ও মান বৃদ্ধিতে আমাদের করণীয়” শীর্ষক সেমিনার। বিকাল ৪টায় সরকারি দপ্তরের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জনসাধারণের অংশগ্রহণে গণশুনানী এবং সন্ধ্যা ৬টায় প্রামাণ্য চিত্র প্রদর্শনী। শনিবার সকাল ১১টায় বাহুবল কলেজের উপস্থাপনায় “বিদ্যমান সামাজিক বিশৃঙ্খলার কারণ ও উত্তোরণের উপায় : প্রেক্ষিত বাহুবল” শীর্ষক সেমিনার। বিকাল ৩টায় র্যাফেল ড্র এবং বিকাল ৪টায় পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
সাংবাদিকদের ব্রিফিংকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন বলেন, এবারের মেলার অন্যতম আকর্ষণ হলো সেমিনার, গণশুনানী ও র্যাফেল ড্র। মেলার দ্বিতীয় ও তৃতীয় দিন এ উপজেলার জন্য অত্যন্ত সময়োপযোগী দুটি বিষয়ে পৃথক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনার দু’টি আকর্ষণীয় ও শিক্ষণীয় করতে সংশ্লিষ্টরা সম্ভব সকল প্রস্তুতি নিয়েছেন।
তিনি আরো বলেন, গণশুনানী জনগণের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ। এবার উপজেলা ভূমি, সমাজসেবা, মডেল থানা পুলিশ ও বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গণশুনানীতে সরাসরি সেবা সম্পর্কে জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন এবং পরামর্শ ও অভিযোগ গ্রহণ করবেন। সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে এ সময় তিনি গণশুনানীতে উপজেলা স্বাস্থ্য বিভাগকেও অন্তর্ভূক্ত করবেন বলে জানান। এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার এবার র্যাফেল ড্র-তে কূপনের মূল্য ২০ টাকা ধরা হয়েছে উল্লেখ করে বলেন, বিজয়ীদের জন্য এলইডি টিভি, স্মার্টফোনসহ ১০টি আকর্ষণীয় পুরষ্কার রয়েছে। তিনি এ মেলায় সর্বস্তরের জনগণকে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj