স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জনগনের দল বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে৷
বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে একে একে সব বিপর্যয় সামাল দিয়ে উন্নয়নের পতাকাবাহী নৌকা এগিয়ে যাচ্ছে। প্রান্তিক মানুষের অন্ন, কর্ম, স্বাস্থ্য, শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে পথ চলা শুরু হয়েছিল বর্তমান সরকারের। এরই ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এই দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা।
গতকাল রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, বর্তমান সরকার দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। কিন্তু কিএনপি-জামায়াত উন্নয়ন কাজ বিঘিœত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ষড়যন্ত্র মোকাবেলা করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য ফজল মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, মোঃ নজরুল ইসলাম শামীম, আলহাজ্ব মোঃ বুলবুল চিশ্তী, মোঃ আরজত আলী, আব্দুল খালেক মেম্বার, হাজী আব্দুল গুণী, আব্দুল মন্নাফ, মোঃ আব্দুল গণি, মোঃ আলফু মিয়া সরদার, শাহ্ আলম, মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা শাহ্ আলফু মিয়া, মুক্তিযোদ্ধা শাহ্ ছাবু মিয়া, মোঃ মহিউদ্দিন, আজগর আলী, লিয়াকত আলী, মোঃ রফিকুল ইসলাম,মোঃ আলমগীর আলম, অনি মিয়া মেম্বার, সালেহ আহমেদ চৌধুরী, নাজিম উদ্দিন ছাত্র লীগ নেতা, শামীম আহমেদ স্বপন প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj