বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে কাদির হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় পিবিআই’র পুলিশ পরিদর্শক মাইনুল ইসলামের নেতৃত্বে বানিয়াচং ৩নং ইউনিয়নের হাসপাতাল পয়েন্টে অভিযান চালিয়ে হত্যা মামলার চার্জশিটভুক্ত ২নং আসামি মহব্বতখানীর রয়মান উল্লহর পুত্র মতলিব মিয়া (৪৫) ও ১৫নং আসামি একই মহল্লার সুদিন উল্লাহর পুত্র হাফিজুর রহমান (২৫) কে আটক করেন।
জানা যায়, গত বছরের ৯ মার্চ ক্রিকেট খেলা নিয়ে নিয়ে মহব্বতখানী ও চান্দের মহল্লা লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এক পর্যায়ে চান্দের মহল্লার আব্দুল কাদিরকে পিটিয়ে আহত করে আসামিসহ অন্যান্যরা। পরে আহত অবস্থায় প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে আহত কাদিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় নিহত আব্দুল কাদিরের ভাই আব্দুল মালেক ২২জনের নাম উল্লেখ করে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জশিট হলেও এক বছর পর পুলিশ কোন আসামিকে ধরতে পারেনি। পরে এই মামলাটি পিবিআই’র কাছে হস্তান্তর করা হয়।
শেষ পর্যন্ত পিবিআই আব্দুল কাদির হত্যা মামলার দুই আসামিকে ধরতে সফল হয়। এই বিষয়ে পিবিআই’র পুলিশ পরিদর্শক মাইনুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, আব্দুল কাদির হত্যা মামলার অন্যান্য আসামিদের ধরতেও পিবিআই’র অভিযান অব্যাহত আছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj