রাজধানী ঢাকা,
সবই হবে মুষ্ঠিবদ্ধ, যদি থাকে টাকা।
যানজট, জনারণ্যে যায়না যেন থাকা।
তস্করেরা সুযোগ পেলে পকেট করে ফাঁকা।
আন্ধা সেজে ধান্দা করে, আতুর সেজে ফতুর।
অসাধুজন সাধু বেশে ধোঁকা দিতে চতুর।
সবকিছু হয় দিবালো নয়নমেলে দেখা,
ঢাকায় সবই থাকে ঢাকা।
ধানমন্ডিতে ধানের অভাব, কলাবাগানে নাই কলা,
মতিঝিলে ঝিল নাই, দালান তিরিশ তলা।
আরামবাগে আরাম নাই, ফকিরেরপুলে সব ধনী
শান্তিনগরে শান্তি সুদূর, শাহবাগ ফুলের রাজধানী ।
মগবাজারে মগেরা কই, ফ্লাইওভারে ভরা,
হাতিরঝিলের হাতি দিল, সাইন্সল্যাবে ধরা।
মালিরা নাই মালিবাগে, রাজা শুন্য রাজারবাগ।
লালমাটিয়ায় লাল মাটি নাই, টেনারীময় হাজারীবাগ।
হাটখোলায় সব খোলাহাট, হয়না কভু বন্ধ ।
নিমতলিতে নিমের আকাল, কেমিক্যালের গন্ধ।
তেজ নাই কোনা নাই, নাম তেজকোনী পাড়া ।
মণিপুরিরা থাকেনা কেউ, তবুও মণিপুরী পাড়া।
গুলশানে গুল নাই, শান শওকতে ভরা।
বারি বর্ষণ না হলেও নাম বারিধারা।
খালী কোন জায়গা নাই, নাম মহাখালী জানি।
বন জঙ্গলের দেখা নাই, নাম তার বনানী ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj