স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের পৃষ্টপোষকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা হয়েছিল। শুধু ২১ আগস্টের গ্রেনেড হামলাই নয়, তারা বার বার সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করে দেশকে পিছিয়ে রেখেছে। সন্ত্রাসী কর্মকান্ড আর অপরাধ ছাড়া বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে কিছু আশা করা যায় না। তারা বাংলাদেশকে সন্ত্রাস আর জঙ্গীবাদের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে সৌদিআরবের মদিনা কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি এখনও অপকর্ম পরিচালনার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সারা বছর জনগণের সম্পত্তি লুটপাট করে ভোটের সময় তারা মিথ্যা অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। বিগত প্রায় সাড়ে ৯ বছরে বর্তমান সরকার দেশকে বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড় করিয়েছে। এর প্রমাণ সকলের চোখের সামনেই। সুতরাং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। এ সময় দেশের অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থে আগামী নির্বাচনেও নৌকার বিজয় নিশ্চিতে আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এমপি আবু জাহির।
মদিনা কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মালেক মাদানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হুদা আলমগীরের সঞ্চালনায় শোক সভার শুরুতেই সকল শহীদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরবর্তীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সৌদি আরবের বিভিন্ন স্থানে বসবাসরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj