আজিজুল ইসলাম সজীব :আমি মোটেও ভালো ছেলেনা,আমি এক সময় এক এক রুপ ধারন করি, যার কারনে কারো কাছে, অসভ্য কারো কাছে বিরক্তকর হয়ে থাকি, কেউ কেউ তো আমাকে ইচ্ছাধারী নাগ। আমি তেমনি আমার ব্যবহার পরিবর্তন করি।
আমি যে রুপই ধারন করিনা কেন, প্রতিটি রুপের পেছনে রয়েছে সহস্র কারন।
যেমন, আমার পছন্দের মানুষ যদি আমাকে রেখে অন্য কারো সাথে ঘনিষ্ট হয়, তখন হিংসাত্ব রুপ ধারন করি, কেন সে তার সাথে ঘনিষ্ট হবে, আমার ভালোবাসা কি কম ছিলো, আমি কি তাকে সুখ দিতে পারলাম না, আমি কি তার যোগ্য হতে পারলাম না, এসব ভাবতেই মনের মাঝে হাজারো বছরের হিংসাত্ব রুপ জেগে উঠে আমার মাঝে।
আবার যখন আমার ভালোবাসার মানুষ কে কেউ অপমান করে, তাকে হেয় করে তখন আমার রুপ টা কোন কুখ্যাত সন্ত্রাসীর থেকে কম নয় । কিন্তু আমার ভালোবাসা কে যে অপমান করেছে, তাকে একবারের জন্য এই কথা ভাবিয়ে দিবো, সে কেন এই পৃথিবীতে জন্ম নিয়েছে।
আবার, আমার বন্ধুদের সাথে আমার রুপ ৮-১০ জনের মত হতেও পারে নাও পারে, আমি আমার বন্ধুদের প্রতি সবসময় সহানুভূতিশীল ব্যবহাত বজায় রাখার চেষ্টা করি, কিন্তু তাদের সুখে খুব কম অংশীদার হই, এই কারনে বন্ধু মহলে অহংকারী বলে একটা উপাধি আমার রয়েছে, তারপরেও আমি তাদের সেগুলো মেনে নেই, আর তাদের বিপদে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করি তাদের সেখান থেকে তুলে আনতে।
আর শত্রু বানাতে আমি পছন্দ করিনা, কিন্তু কেউ যদি শত্রু হতে চায়, তার সাথে আমার রুপ এক দাবাড়ু প্লেয়ারের মত, না তাকে জিততে দিবো না তাকে হারতে দিবো, না তাকে বাচতে দিবো না তাকে মরতে দিবো, সারাজিবন তাকে আমার দাবার সংগী বানিয়ে, এমন আগুন পুড়াবো না জ্বলনের কথা জানাতে পারবে, না সেই জ্বলনের মলম কিনে সেই আগুন নিভাতে পারবে।
আসলে আমার মত জেদি, ঘামান্ডি, অহংকারী, বদমেজাজি ছেলে হয়ত কারো মনের মত হয় আবার হয়না, কিন্তু এসব ছেলেরা যা করে মন থেকে করে তাদের সব খারাপ হলেও মন থাকে সদ্য জন্ম নেওয়া দুগ্ধ শিশুর মত। এ ধরনের মানুষ কে বুঝতে পারা সাধারন কোন ব্যাপার না, এদের বুঝতে হলে তাদের মন বুঝতে হবে, যা সবার দ্বারা হয়না, বুঝতে হলেও বোঝার মত মন দরকার। সেই মানুষের ভিন্নতা ক্ষেত্রে আমি বহুরুপী মানুষ, অন্য কারো জন্য না নিজের জন্য গর্বিত।কারন আমি বহুরুপী বাস্তববাদী মানুষ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj