স্বীয় ঐতিহ্যে হবিগঞ্জ
জুনাইদ চৌধুরী
হবিগঞ্জ শ্যামল ছায়া,
শুচিশুভ্র ঘন অরণ্য পাখির কলতান;
গলায় শোভিত সুবর্ণ মণিহার,
করাঙ্গী, খোয়াই সুতাং।
শায়েস্তাগঞ্জ শ্রেষ্ঠ,
শান্তির নিবাস, হবিগঞ্জ জেলা;
জাত ভেদাভেদ নাই,
মিলেমিশে থাকি, নই একেলা।
আমাদের এই প্রিয় জন্মভূমি,
সিলেটের অন্তর্গত;
হেথা আছেন হয: শাহ্জালাল,
পীর আওলিয়া শতশত।
রশিদপুর, বিবিয়ানা গ্যাস,
অফুরাণ আর সম্ভাবনা অসীম;
শাহাজিবাজার দ্বীপশিখা,
জ্বলছে অবিরাম রাতদিন।
সাতছড়ি উদ্যান, রেমা-কালেঙ্গা অভয়ারণ্য,
রঘুনন্দন পাহাড়;
প্রকৃতি দর্শন অপূর্ণই রবে নাদেখিলে,
শ্যামলিমা লাবণ্য তার।
শায়েস্তোগঞ্জ জংশন,
রেলওয়ের শাশ্বত স্থাপনা;
শায়স্তোগঞ্জ ব্যতিরেকে
সিলেট যাওয়া যায়না।
সৈয়দ নাসিরউদ্দিনের আস্তানা,
মুড়ারবন্দ মাজার;
একই ইতিহাসের ধারা,
দাউদনগরে শিন্নিঘাটের গজার।
হবিগঞ্জের ঐতিহ্য,
অন্তহীন রূপকথা সকলেরই জানা;
আর কোথাও পাবেনা খোঁজে
“পুকুর তিনকোনা”।
হবিগঞ্জ অমূল্যরতœ,
অতুল্য সম্পদ, প্রত্যাশা অপার;
খোয়াই সুতাং এর অন্তহীন অবদানে
সমৃদ্ধ সমতল পাহাড়।
খোয়াই নদীর ঢেউয়ের বাঁকে,
কত দুঃখ গাঁথা,
সুখ দুঃখের সাথী,
সব ভুলে যাই দূর হয়ে যায় ব্যথা।
কমলারানীর দিঘী-হাওর খ্যাত,
বানিয়াচং গ্রাম এক খানা;
এই বিশাল, প্রাচীন গ্রামের আদি-অন্ত,
বিশ্ববাসীর জানা।
চাবাগানের চাকচক্য দৃশ্য,
আর চির সবুজ রূপ,
হবিগঞ্জই ধরে আছে,
পেতে দিয়ে বিস্তৃত বুক।
বিশ^জয়ি চায়ের আমেজ,
এই হবিগঞ্জে পাই,
মন ভরে যায় চায়ের ঘ্রাণে,
আর কিছু না চাই।
পর্যটকের সঞ্চরণে,
সততই আমরা সমৃদ্ধ,
প্রকৃষ্টতার প্রশংসায় পঞ্চমুখ,
বনিতাআবালবৃদ্ধ।
ছাওয়াল পীরের দরগাহ,
বিদিত দাউদনগর গ্রাম,
দর্শনার্থীর হাতে ছড়ায়,
আতর লোবানের ঘ্রান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj