শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর গ্রামে আধ্যাত্বিক স্মৃতি হিসেবে সংরক্ষিত ও ঐতিহাসিক ‘মাছেরঘাট‘ নামক পুকুরে বিষ প্রয়োগে মৎস নিধন হওয়ার একদিন পরই হটাৎ পুকুরে জীবিত গজার মাছসহ বিভিন্ন ছোট মাছের আগমন দেখা দিয়েছে।হটাৎ পুকুরে প্রচুর পরিমানে গজার মাছ সহ বিভিন্ন প্রজাতীর ছোট মাছ যথারীতি আসার খবর শুনে উৎসুক জনতার ভীড় দেখা যায়।
গত ২১ আগষ্ঠ মঙ্গলবার গভীর রাতে কে বা কারা দাউদনগর গ্রামের ঐতিহাসিক ‘মাছেরঘাট‘ নামক পুকুরে শক্তিশালী বিষ প্রয়োগ করলে তাৎক্ষনিক ছোট বড় সকল প্রজাতির মাছই তীব্র বিষক্রিয়ায় মারা যেতে শুরু করে। লিখিত ইতিহাস সূত্রে জানাযায়, দাউদনগর গ্রামের প্রতিষ্ঠাতা, বন্দেগী শাহ্ সৈয়দ দাউদ (রঃ) অধ্যাত্ত্বিক কেরামতিতে সৃষ্ঠ উক্ত পুকুরের গজার মাছ শতাধিক বৎসরের ঐতিহ্য বহন করছে।
সিলেটে হযরত শাহজালাল (রঃ) এর মাজার পুকুরের গজার মাছ আর এই পুকুরের মাছের মধ্যে অনেক সামঞ্জস্য পাওয়া যায়। তাই ধারণা করা হয় হযরত শাহজালাল (রঃ) এর মাজার পুকুরের গজার মাছ ও এই পুকুরের মাছ একই প্রজাতির। এই মাছ কোন সাধারণ মাছ নয় কারণ, মাছের স্বভাব দর্শনার্থীর উপস্থিতিতে পালিয়ে যাওয়া আর এই মাছের স্বভাব দর্শনার্থীর উপস্থিতি বুঝে কাছে চলে আসা। এখানে আসা দর্শনার্থীরা ছোট মাছ, বিস্কুট, ছোট গোস্তের টুকরা ইত্যাদি খাদ্যদ্রব্য সহযোগে এদের অভ্যর্থনা জানায়। বহু দূরদূড়ান্ত থেকে প্রতিদিন অগনিত দর্শনার্থীর সমাগম হয় এই পুকুরকে কেন্দ্র করে।
অনেকে উক্ত পুকুরের পানি বোতলে ভরে নিয়ে যান বিভিন্ন রোগবালাই সারাতে তদবির হিসাবে ব্যবহার করার জন্য। অত্র এলাকার জনসাধারণ কখনোই এ পুকুরের মাছ শিকার করেনা এবং খায় না। উপরন্তু এই পুকুরের প্রতি সম্মান প্রদর্শন করে দৈনন্দিন কাজে কেউ এই পুকুরের পানি ব্যবহার করে না। বিষ প্রয়োগের পর মৎস বিশেষজ্ঞদের ভাষ্য ছিল এই পুকুরে আর কোন মাছই অবশিষ্ট থাকবেনা। এই সংবাদ শুনার পর ওই পুকুরের খাদেম মূমূর্ষ কিছু সংখ্যক মাছকে অন্য পুকুরে স্থানান্তর করেছিলেন শেষ রক্ষা করার জন্য।
গতকাল ওই পুকুরে সরজমিনে গিয়ে দেখাযায়, পুকুরকে কেন্দ্র করে উৎসুক জনতার ভীড় সবাই ঐতিহসিক ওই পুকুরে মাছ দেখতে এসেছে। জীবিত গজার মাছসহ বিভিন্ন ছোট মাছ আমি নিজেও প্রত্যক্ষ করেছি।
ঐতিহসিক ওই পুকুরের খাদেম সৈয়দ ফয়সল ও সৈয়দ লিটন এর সাথে আলাপকালে জানাযায়, তীব্র বিষ প্রয়োগে সকল মাছ নিধনের পর, গতকাল মধ্য রাত থেকে হটাৎ উক্ত পুকুরে মাছের অস্তিত্ব অনুভব করি এবং এখন এই পুকুরে প্রচুর পরিমানে গজার মাছ সহ বিভিন্ন প্রজাতীর ছোট মাছ যথারীতি বিচরণ করছে। এলাকাবাসির ধারণা এর মধ্যে অলৌকিকত্ব কিছু থাকতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj