শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।অনেকেই বিড়ম্বনায় পড়েছেন বাস ও ট্রেনের টিকেট না পাওয়ার কারণে। তাই শায়েস্তাগঞ্জ সহ বিভিন্ন স্টেশনে ঈদের ছুটিতে আসা হাজারো যাত্রী এখন টিকেটের অভাবে বিভিন্ন স্টেশনে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন।
টিকেট প্রত্যাশী যাত্রীদের কাছে বাস ও ট্রেনের টিকেট যেন সোনার হরিণ। আজ সোমবার, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে সরজমিনে গিয়ে দেখা যায়, ট্রেন যাত্রী দুর্ভোগের করুন চিত্র। প্লাট ফরম, বিশ্রামাগার ও স্টেশন কিংবা ট্রেনের ভিতরে তিল ধারনের ঠাঁই নাই, তবে যে সকল যাত্রী অগ্রিম টিকেট নিয়েছিলেন তারা কোন রকম গাড়ীতে উঠতে পেরেছেন। আবার কেউ কেউ ট্রেনে উঠতে না পেরে বাড়ীতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ।
যারা টিকেট কাউন্টারে উপস্থিত সময়ে টিকেট কিনতে গেছেন তাদেরকে আসন বিহীন টিকিট সংগ্রহ করতে দেখা গেছে। বেলা ১ টায় রেল স্টেশন জুড়ে মানুষ আর মানুষ। ১টা ৫০ মিনিটে সিলেট-চট্টগ্রাম আন্তঃনগর পাহাড়ীকা ট্রেনটি স্টেশনে পৌঁছলে যাত্রীদের মধ্যে প্রতিযোগীতা শুরু হয় কার আগে কে ট্রেনে উঠবেন। শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের জনৈক যাত্রী বলেন, ছুটি শেষ হয়েছে, কিন্তু নির্ধারিত সময়ে অফিসে যেতে না পারলে অনেক ক্ষতি হয়ে যাবে, ট্রেনে আসন না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছি। অপেক্ষা করছি বিকল্প পথে কিভাবে গন্তব্যে যাওয়া যায়। কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জনি জানান, নির্ধারিত সময়ের অনেক পরে ট্রেন স্টেশনে আসে এবং ৩ মিনিট যাত্রা বিরতির পর ছাড়তে হয়।
অতিরিক্ত যাত্রী চাপের কারণে সিডিউল রক্ষা করা সম্ভব হচ্ছে না তাই বাধ্য হয়েই ট্রেন বিলম্বে আসছে ও ছেড়ে যাচ্ছে। এই অতিরিক্ত ট্রেন যাত্রীদের চাপ আগামী ৩১ আগষ্ট পর্যন্ত অব্যাহত থাকবে। জনৈক ট্রেন যাত্রীর সাথে আলাপকালে জানাযায়, নিয়মানুযায়ী জন প্রতি সর্বোচ্চ ২ টি টিকেট দেওয়া হয়। কিন্তু যে সব যাত্রীদের পরিবারের সদস্য সংখ্যা ৪ বা তারও অধিক তাদের উপায় কি?
অপর দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় সকল বাস কাউন্টার থেকে দূর-পাল্লার বাস গুলোতে অতিরিক্ত যাত্রী বহনের পরও যাত্রীদের নিকট থেকে কয়েক গুন ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত ২৪ আগস্ট জনৈক যাত্রী হবিগঞ্জ থেকে ঢাকাগামী বাসের ৩টি টিকেট ক্রয় করেন ১৫০০ টাকা দিয়ে অথচ অন্যান্য দিনে এই টিকেটের মূল্য প্রতিটি ৩৫০/৪০০ টাকা। ওই যাত্রী জানান, টিকিটের অতিরিক্ত মূল্য আদায় বিষয়ে কাউন্টারে আপত্তি জানালে সেখান থেকে বলা হয় এই মূল্যে টিকেট নিলে টাকা দেন না হয় অন্য কাউন্টারে চলে যান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj